ট্রাম্প-জিনপিংয়ের বৈঠকে ঘিরে বাণিজ্যযুদ্ধ বিরতির আশা

ডেস্ক রিপোর্টঃ

মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে অংশগ্রহণ শেষে জাপান সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপান সফরের পরপরই আগামী বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন ট্রাম্প। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে হবে এই দ্বিপক্ষীয় বৈঠক। তাদের বৈঠকের মধ্য দিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বাণিজ্যযুদ্ধ আপাতত থামবে বলে আশা করা হচ্ছে।

কারণ মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে ট্রাম্পের অংশগ্রহণের মধ্যেই দুই দেশ একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে ঐকমত্যে পৌঁছেছে। গত রোববার যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট এ কথা স্বীকার করেছেন। একে দুই দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধে বিরতির গুরুত্বপূর্ণ অগ্রগতি বলা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা বলছেন,  বৃহস্পতিবার ট্রাম্প ও শির মধ্যকার বৈঠকে চুক্তিটি চূড়ান্ত হতে পারে। এয়ারফোর্স ওয়ানে বৈঠকের বিষয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট শির প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। আমি মনে করি, আমরা একটি চুক্তি নিয়েই ফিরব।

এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা সোমবার বলেছেন, তার সঙ্গে সম্প্রতি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গ্যারান্টি দিয়েছেন যে, দুই দেশ বাণিজ্যের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাবে। মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনের ফাঁকে এক ব্রিফিংয়ে লুলা দাবি করেন, ট্রাম্পের সঙ্গে তাঁর আলোচনা ভালোভাবে হয়েছে এবং দ্রুত তারা একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন। তবে এ বিষয়ে ট্রাম্পের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রুবিও-জয়শঙ্কর বৈঠক ঘিরে কৌতূহলঃ

কুয়ালালামপুরে আসিয়ানের সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠক করেছেন। সাম্প্রতিক সময়ে ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের উচ্চহারে শুল্ক আরোপের ঘটনায় পরে উভয় পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক ঘিরে কৌতূহল সৃষ্টি হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, রুবিওর সঙ্গে বৈঠকের কথা নিজেই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন জয়শঙ্কর। তিনি লিখেছেন, আজ সকালে কুয়ালালামপুরে মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত। দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্যের জন্য অনিশ্চিত প্রশ্ন রেখে আসিয়ান ছাড়লেন ট্রাম্পঃ

গত রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেন ট্রাম্প। শুধু যোগ দেওয়া নয়, তিনি সম্মেলনের শিরোনাম, বাণিজ্য চুক্তি এবং থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতি চুক্তি নিজেই তত্ত্বাবধান করেন। তবে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং কম্বোডিয়ার সঙ্গে ট্রাম্পের চুক্তিগুলোতে ট্রান্সশিপমেন্ট ও সেমিকন্ডাক্টর শুল্কের মতো বিষয়গুলোর সমাধান করা হয়নি। বিশেষ করে ট্রাম্পের সদা পরিবর্তনশীল বাণিজ্যনীতির অধীনে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের অবস্থা কেমন হবে, তা নিয়ে অনেক প্রশ্ন রয়ে গেছে।

ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭ আহত অর্ধশত

ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭ আহত অর্ধশত

ডেস্ক রিপোর্টঃ ভারতের উত্তরাখণ্ডে হরিদ্বারের মনসা দেবী মন্দিরে ভয়াবহ পদদলনের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৫ জন ভক্ত। রোববার (২৭ জুলাই) মন্দিরের সিঁড়ির পথে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে হঠাৎ করে আতঙ্ক সৃষ্টি হয়, যা এই পদদলনের মূল কারণ বলে মনে করা হচ্ছে।

গড়ওয়াল বিভাগের কমিশনার বিনয় শংকর পাণ্ডে বলেন, ঘটনার সময় মন্দিরে প্রচুর ভক্ত জড়ো হয়েছিলেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেকেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

হরিদ্বার জেলার এসএসপি প্রমেন্দ্র সিং ডোবাল জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় ৩৫ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়, যাদের মধ্যে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় সাতজনে।

হরিদ্বার বিশেষভাবে শিবভক্ত ‘কাঁওয়ারিয়াদের’ জন্য গুরুত্বপূর্ণ স্থান, যারা এই সময়ে গঙ্গা থেকে পানি সংগ্রহ করেন।
একজন আহত ভক্ত সংবাদমাধ্যমকে জানান, হঠাৎ প্রচণ্ড ভিড় তৈরি হয়। সবাই বেরিয়ে যেতে চাচ্ছিলেন, তখন আমি পড়ে যাই এবং হাত ভেঙে যায়।

এ ঘটনায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে শোক প্রকাশ করে বলেছেন, উত্তরাখণ্ডের হরিদ্বারে মানসা দেবী মন্দিরে পদদলনের ঘটনায় প্রাণহানির খবর শুনে গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এই দুর্ঘটনাকে ‘গভীর বেদনার’ বলে আখ্যা দিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি জানান, রাজ্য সরকার নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেবে।

সূত্র: এনডিটিভি

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম