ডেস্ক রিপোর্ট:
বলিউড তারকা সালমান খান সম্প্রতি পাকিস্তানে নিষিদ্ধ হয়েছেন। কিছুদিন আগে তিনি এক অনুষ্ঠানে বেলুচিস্তান ও পাকিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করেছিলেন,যা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়। এই ঘটনার পর পাকিস্তান সরকার তাকে ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সিডিউল-৪ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই তালিকাকে সাধারণভাবে কালো তালিকা বলা হয়,যেখানে সন্ত্রাসবাদ বা নিরাপত্তাজনিত কারণে সন্দেহভাজন ব্যক্তিদের নাম থাকে। ভারতের সংবাদমাধ্যম মিড-ডে জানায়,সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় ফোরাম ২০২৫-এ সালমান খান,শাহরুখ খান ও আমির খান একসঙ্গে অংশ নেন। সেখানে মধ্যপ্রাচ্যে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা নিয়ে আলোচনা চলছিল। কথোপকথনের সময় সালমান বলেন, এখন যদি এখানে কোনো হিন্দি ছবি মুক্তি পায়,সেটা সুপারহিট হবে। তামিল তেলুগু বা মালয়ালম সিনেমাও শত কোটি রুপি আয় করতে পারে,কারণ এখানে অনেক দেশের মানুষ কাজ করছে বেলুচিস্তান,আফগানিস্তান,পাকিস্তান সব জায়গা থেকে মানুষ এসেছে। এই মন্তব্যেই মূলত বিতর্কের সূত্রপাত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.