আগুন নেভাতে সক্রিয় রোভার স্কাউট সদস্যরা

আগুন নেভাতে সক্রিয় রোভার স্কাউট সদস্যরা

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার মিরপুর রোডে একটি ভবনে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর সেখানে আগুনও ধরে যায়।সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অগ্নিকান্ডের সক্রিয় ছিল স্কাউট সদস্যরা। ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার ও আগুন নেভানোর কাজে তাদের ভূমিকা ছিল প্রশংসনীয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাথে রোভার স্কাউট,রেড ক্রিসেন্টের সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের পাশাপাশি ঢাকা কলেজ ও নো দাইসেলফ মুক্ত দলের স্কাউট সদস্যরা কাজ করছে সমানতালে। কেউ ফায়ার সার্ভিসের পাইপ তুলে ধরে রাখছে। কেউ ঘটনাস্থল থেকে সরাচ্ছে সাধারণ মানুষদের। তাদের একজন নো দাইসেফ ওপেন স্কাউট গ্রুপের একজন সদস্য এম এ এস হুমায়ুন কবির দৈনিক সবুজ বাংলাদেশকে বলেন, ‘খবর পেয়ে সকাল ১১:০০ টার দিকে আমরা ঘটনাস্থলে আসি। তার কিছুক্ষণের মাঝে ঢাকা কলেজ থেকে ৭/৮ জনের একটি দল ঘটনাস্থলে আসে। তখন থেকে আমরা আগুন নিভাতে কাজ করছি।রেড ক্রিসেন্টের এক জন বলেন, ‘সাধারণ মানুষের ভিড়ে আগুন নেভানো খুব কঠিন। সবাই দোষ দেয় ফায়ার সার্ভিসের, কিন্তু দোষ সাধারণ মানুষেরও আছে। ফায়ার সার্ভিস তাদের সাধ্যমতো কাজ করে।

রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর রমনা এলাকার ‘দ্য ওয়েসিস অ্যাট ইস্পাহানী কলোনী’র একটি বাসা থেকে সুফিয়া (১০) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে রমনা থানা পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম জানান, সুফিয়ার বাড়ি সুনামগঞ্জের তাহেরপুর উপজেলায়। তার বাবার নাম জামাল উদ্দিন। আজ ভোরে খবর পেয়ে রমনা আদ-দ্বীন হাসপাতাল সংলগ্ন ওই কলোনির একটি বাসার নবম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বাথরুমের ভেতর দরজা বন্ধ করে ঝর্ণার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন তিনি। পরে কৌশলে দরজা খুলে ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ওসি জানান, বাসাটিতে পরিবার নিয়ে থাকেন এক চিকিৎসক। সেই বাসায় গত ৮ মাস যাবত কাজ করছিলেন সুফিয়া। গতকাল রোববার বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রী কক্সবাজার বেড়াতে গেছেন। এ সময় বাসায় ছিলেন সুফিয়াসহ মোট তিনজন গৃহকর্মী, একজন গাড়ি চালক ও গৃহকর্তার এক মেয়ে। ভোরে তারাই মূলত বাথরুমের দরজা বন্ধ পান। ডাকাডাকি করে কোনো সাড়া-শব্দ না পেয়ে একপর্যায়ে থানায় খবর দেন।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে বিস্তারিত তদন্ত করা হচ্ছে। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান এসআই মো. জাহিদুল ইসলাম।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম