বাংলাদেশ ইয়ুথ ভলেন্টিয়ার এওয়ার্ড পেলেন দূর্বার তারুণ্যের আবিদ

স্টাফ রিপোর্টারঃ

পুরো দেশ থেকে হাজার হাজার আবেদন বাছাই করে চূড়ান্ত করা হয় বাংলাদেশ ইয়ুথ ভলেন্টিয়ার এওয়ার্ড ২০২৩। চট্টগ্রাম থেকে গড়ে উঠা দেশব্যাপী সাড়া জাগানো সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য এর স্বপ্নদ্রষ্টা মুহাম্মদ আবু আবিদ পেলেন জাতীয় এ সম্মাননা।

 

গত ১১ ই মার্চ বিকালে ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।সম্মাননা অনুষ্ঠানে শাহবাজ মিঞা শোভন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মিজানুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি ড. এ কিউ এম মাহবুব, কেন্দ্রীয় যুবলীগ নেতা বিশ্বাস মতিউর রহমান বাদশা, দেবাশীষ পাল দেবু, চঞ্চল কর্মকার, কিঙ্কর আহসানসহ আরও অনেকে।

সম্মাননা পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে যেয়ে মুহাম্মদ আবু আবিদ বলেন, এটা কোন এওয়ার্ড নয়। এটা তো মানুষের দোয়া ও ভালোবাসার স্বীকৃতি। এই স্বীকৃতি শুধু আমাকে নয়, যারা সামাজিক কাজ করেন তাদের সকলকে উদ্ধুদ্ধ করবে। আমাদের সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য এর জন্য এটা অত্যন্ত গর্বের একটা বিষয় যে, ২ বছর কাজ করেই আমরা জাতীয় একটা সম্মাননা পেলাম।

তিনি আরও জানান, আমি আমার এই সম্মাননা সেই সকল মা-বাবাদের উৎসর্গ করলাম, যারা নিজেদের কথা চিন্তা না করে, করোনাকালীন সময়ে সন্তানদের সামজিক কাজ করার সুযোগ দিয়েছেন। তারাই আসল যোদ্ধা। ভালোবাসার মায়া বন্ধন ছিন্ন করে সন্তানের মৃত্যু হতে পারে জেনেও যারা নিজের সন্তানকে পাঠিয়েছেন সমাজের মানুষকে সাহায্য করতে,তাদের জন্যই আমার এই সম্মান বিলিয়ে দিলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় মুখবৃন্দ।

উল্লেখ্য, মুহাম্মদ আবু আবিদ চট্টগ্রামের সন্তান। তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। সামাজিক কাজকে শৈল্পিকতায় রুপ দিয়ে তিনি অনেকবারই আলোচনার শীর্ষে উঠেছেন। তার উদ্ভাবন করা অনেক প্রজেক্ট আজ দেশের বিভিন্ন সামাজিক সংগঠন পালন করে। তার সামাজিক কাজে অনন্য পরিকল্পনা যেন একটা মাধ্যম দেখিয়ে দেয়, সকল সংগঠককে।

ঈদুল ফিতরের আগে যুগ্ম সচিব পদে পদোন্নতি পাচ্ছেন ৪০০ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার:

আসন্ন ঈদুল ফিতরের আগে যুগ্ম সচিব পদে পদোন্নতি পাচ্ছেন ৪০০ কর্মকর্তা। প্রশাসনের পদোন্নতিপ্রত্যাশী কর্মকর্তারা একে ‘ঈদ উপহার’ হিসেবে দেখছেন। গত শনিবার সুপিরিয়ার সিলেকশন বোর্ড (এসএসবি) এ সংক্রান্ত বৈঠক করেছে। বোর্ডের সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় পদোন্নতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, প্রশাসন ক্যাডারের ২৪তম বিসিএস ব্যাচের প্রায় ৩০০ কর্মকর্তা এবং অন্যান্য ২৫টি ক্যাডারের প্রায় ১০০ কর্মকর্তা যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হচ্ছেন। পাশাপাশি, বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে পদোন্নতি বঞ্চিত প্রায় ৫০ জন কর্মকর্তাও তালিকায় রয়েছেন।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর পূর্ববর্তী সরকারের আমলে পদোন্নতিবঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তাদের স্বাভাবিক নিয়মে পদোন্নতির প্রক্রিয়া শুরু করে। এরই ধারাবাহিকতায় এবার প্রায় ৪০০ কর্মকর্তার পদোন্নতির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

শিগগিরই এ সংক্রান্ত সার-সংক্ষেপ অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে। অনুমোদন পাওয়ার পরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি (নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ) শাখার অতিরিক্ত সচিব মো. এরফানুল হক বলেন, গত শনিবার এসএসবির সভা হয়েছে। সেখানে যুগ্ম সচিব পদোন্নতির বিষয়টি ছিল। তবে কতজনকে পদোন্নতি দেওয়া হচ্ছে, সে বিষয়ে তিনি মন্তব্য করেননি।

জানা গেছে, বিসিএস ২৪ ব্যাচের বেশকিছু সংখ্যক কর্মকর্তা জেলা প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন। তারা পদোন্নতি পেলে তাদের জায়গায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হবে। পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের কর্মজীবনের অনুবেদন, প্রয়োজনীয় নম্বর, চাকরিজীবনে শৃঙ্খলা, কর্মক্ষেত্রে দুর্নীতির অভিযোগ রয়েছে কিনা, গোয়েন্দা তথ্যসহ সামগ্রিক বিষয় এসএসবির সভা পর্যালোচনা করেছে। এতে আলোচনা হয়েছে, পর্যায়ক্রমে ২৫, ২৭ ও ২৮ ব্যাচ থেকে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান প্রশাসনে যুগ্ম সচিবের অনুমোদিত পদ রয়েছে ৫০২টি। তবে কর্মরত রয়েছেন ৮৬২ জন কর্মকর্তা। এ পদে দ্বিগুণেরও বেশি কর্মকর্তা রয়েছেন। তার পরও আরেক দফা যুগ্ম সচিব পদোন্নতিযোগ্যদের পদোন্নতি দিতে একাধিক বৈঠক করেছে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)। সভায় উপসচিব থেকে যুগ্ম সচিব পদোন্নতির জন্য নিয়মিত হিসেবে ২৪ ব্যাচকে বিবেচনায় নেওয়া হয়েছে।

প্রসঙ্গত এই ব্যাচের কর্মকর্তাদের নিয়োগ নিয়েও এক সংবাদ সম্মেলনে আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য হাওয়া আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরূপ মন্তব্য করেছিলেন। দলীয় তকমা লাগিয়ে কথা বলায় এই ব্যাচের কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নিয়মিত সেই ব্যাচের প্রায় তিন শতাধিক কর্মকর্তা পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন। এ ছাড়াও অন্য ২৫ ক্যাডারের কর্মকর্তা ও বঞ্চিতরাও পদোন্নতি পাচ্ছেন। সব কর্মকর্তার প্রয়োজনীয় নম্বর, চাকরিজীবনের আমলনামা, এমনকি ছাত্রজীবন থেকে শুরু করে পারিবারিক সব বিষয় সম্পর্কেও গোয়েন্দা তথ্য নেওয়া হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি