অভিযানে মাদক ব্যবসার আসামি গ্রেফতার

শাহ রফিকুজ্জামান মিথুন।।

গাজীপুর মহানগর পুলিশ কর্তৃক ২৪ ঘণ্টার উদ্ধার অভিযানে মাদক এবং ওয়ারেন্টি ভুক্ত আসামিসহ মোট গ্রেফতার ৪৪ জন।
গত ২৪ ঘণ্টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এবং গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধার অভিযানে ২৭৫ বোতল ফেনসিডিল , ৬০০ গ্রাম গাজা, ১১০ পিস ইয়াবা, ৫.২৫ গ্রাম হেরুইন, মাদক বিক্রয়ের নগদ ৩৭,৩১০ টাকা সহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত ১২জনকে গ্রেফতার করা হয়েছে।
ওয়ারেন্ট সহ মোট গ্রেপ্তার ৪৪ জন।
মোট উদ্ধার ২৭৫ বোতল ফেনসিডিল,৬০০ গ্রাম গাজা,১১০ পিস ইয়াবা,৫.২৫ গ্রাম হেরুইন, মাদক বিক্রয়ের নগদ ৩৭৩১০ টাকা, ২ টি মোবাইল ফোন ।
সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মাদক বিরোধী এবং অন্যান্য অভিযান অব্যাহত থাকবে।

লৌহজং উত্তর পিঙ্গনালীতে জোর করে জমি দখল

 

নিজস্ব প্রতিবেদকঃ

মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন উত্তর পিঙ্গনালীতে জোর করে জমি দখল করেছে দুর্বৃত্তরা।
দীর্ঘ ১৭ বছর যাবত ১২ শতাংশ জমিকে কেন্দ্র করে প্রতিনিয়তই দন্ড লেগেই আছে উত্তর পিঙ্গনালী আব্দর পাড়ার মোঃ আল আমিন বেপারী(৩৮) পিতা-মৃত আব্দুল আজিজ বেপারী সাথে।
উক্ত জমি নিয়ে ২০০৬ সালে মামলা দায়ের করে ছিলো দুর্বৃত্তরা। অতঃপর ২০১০ সালে মামলা খারিজ হয় আল-আমিনের পক্ষে।পরবর্তীতে আপিল করলে তাও কিছুদিনের ভিতর খারিজ হয়ে যায় আল-আমিনের পক্ষে।
মামলায় সুবিধা করতে না পেরে অত্র এলাকার এবং সিরাজদিখান থানা এলাকার কিছু ভাড়াটে গুন্ডাকে সাথে নিয়ে সেই জমি ৭ই মে (রবিবার) সকালে দখল করে নেয় একই এলাকার বাসিন্দা কামাল শেখ, সিরাজ শেখ,রফিকুল শেখ এবং সিরাজদিখান থানাধীন এলাকার বাসিন্দা সোহরাব তালুকদার, খোকা খাঁন,চুন্নু শেখ,রাসেল শেখ সহ অজ্ঞাত ১৬ /১৭ জন।
জমি দখল করে জমিতে লাগানো লাউ গাছ এবং লাউয়ের মাচা ধারালো অস্ত্র দ্বারা কেটে ফেলে।
বাধা প্রদান করতে গেলে আল-আমিন বেপারি কে প্রাণ নাসের হুমকি দেয় কামাল শেখ ও তার গুন্ডা বাহিনী।
পরবর্তীতে সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লৌহজং থানায় একটি অভিযোগ করা হয়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল্লাহ আল-তায়াবীর বলেন – ১২ শতাংশ জমি অন্যায় ভাবে দখলের অভিযোগ এসেছে এবং বিষয়টি আমলে নিয়েছি ঘটনাস্থল তদন্ত করে আইনের স্বপক্ষে পদক্ষেপ গ্রহণ করা হবে।(চলবে)

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম