আরাভকে গ্রেফতারের তথ্য নেই পুলিশের কাছে: আইজিপি

অনলাইন ডেস্কঃ

স্বর্ণ ব্যবসায়ী রবিউল ওরফে আরাভ খানকে দুবাই পুলিশ গ্রেফতার করেছে এমন কোনো তথ্য বাংলাদেশ পুলিশের কাছে নেই। তবে তাকে দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

শনিবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর কাওরান বাজারে একটি হোটেলে এন্টি টেরোরিজম ইউনিটের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান আইজিপি।

ইন্টারপোলের সাথে যোগাযোগ চলছে, আসামির ভারতীয় পাসপোর্ট থাকায় কীভাবে দেশে ফেরানো যায় সে চেষ্টার কথাও বলেন তিনি।

বনানীর রেস্তোরা থেকে বিএনপির ৫৩ নেতা কর্মী আটক প্রসঙ্গে আইজিপি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

এর আগে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগ এন্ড ক্রাইম এবং বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজমের ইউনিটের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সন্ত্রাসবাদ দমনে এমন কর্মসূচী কার্যকর ভূমিকা পালন করার কথা জানান আইজিপি।

সূত্রঃ যমুনা টিভি

ধর্মের টানে’ অভিনয়কে বিদায়

হাফসা আক্তার॥
ইসলাম ধর্মের বিধি-বিধান অনুযায়ী জীবন পরিচালনার জন্য অভিনয় জগতকে বিদায় জানালেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম ফায়াজ। এখন থেকে আর কোনো নাটক-সিনেমায় কাজ করবেন না তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোষ্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়াজ নিজেই। পোষ্টে ফায়াজ লিখেছেন, ‘এই বার্তা লেখা আমার জন্য কঠিন। আপনারা দীর্ঘদিন আমার মিডিয়া ক্যারিয়ারের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন। কিন্তু এখন থেকে আমি শোবিজ অঙ্গন পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ইসলাম ধর্মের বিধি-বিধান অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। উল্লেখ্য, কিছুদিন যাবত আনাম ফায়াজকে সিনেমা অঙ্গনে তেমন দেখা যাচ্ছিল না। ইনস্টাগ্রামে নিজের বিভিন্ন পোস্টে তাকে হিজাব-বোরকা পরিহিত অবস্থায় দেখা গেছে। আনাম ফয়েজ ২০১৬ সালে আসাদ আনোয়ারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম