৩ শতাধিক পরিবারের কাছে পৌঁছে গেল দূর্বার তারুণ্য এর খাদ্য সামগ্রী

স্টাফ রিপোর্টারঃ

ধনী গরীব ভাই ভাই, যা পাই, একসাথে খাই” এই স্লোগানকে ধারণ করে গত বছরের ন্যায় এ বছরও “ডাল-ভাত” নামক এক ব্যতিক্রমী প্রজেক্ট উদ্বোধন করল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘দূর্বার তারুণ্য’।

আজ বুধবার (১৯ শে এপ্রিল) সকাল ১১ টায় নগরীর ৩৭ নং ওয়ার্ডের আনন্দবাজারে ৩’শ এর অধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করা হয়। দূর্বার তারুণ্য এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।

প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য। মানুষকে ভালোবাসাই আমাদের লক্ষ্য। তারই ধারাবাহিকতায় দূর্বার তারুণ্য এর সবগুলো কাজে আমরা থাকার চেষ্টা করি। তাদের অভিনব ধারণাগুলো সমাজ ও দেশে সামাজিক অঙ্গনে নতুন পথের সূচনা করে। গত বছরও এই এলাকায় আমরা খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ আবু আবিদ বলেন, আমরা বিশ্বাস করি,একটা মানুষের ঘরে যদি চাল আর ডাল থাকে, তাহলে বাকিটা তিনি জোগাড় করে পেট পুড়ে ভাত খেতে পারবেন। যদিও আমাদের প্যাকেটে চাল, ডাল, আলু, পেয়াজ ও তেল দেয়া হয়েছে। আমাদের লক্ষ্য একটাই মানুষ যেন খাবারের কষ্ট ভোগ না করেন।

এসময়ে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক আবুল কালাম আজাদ, সালাউদ্দিন বাবর, মুহাম্মদ আবু আদিল,রেজাউল করিম মামুন, হযরত আলী মোবারক, রকি দাশ, কামরুল ইসলাম, রাকিব হাসান অনিক, শাফায়েত মোর্শেদ, হাকিমুল হাসান, বিজয় ইসলাম, আলী হোসেন, মো: মামুনসহ দূর্বার তারুণ্য এর কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ।

কুমিল্লা- ৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে শওকত মাহমুদের ঈগল প্রতীকের প্রচারণা ও পথসভা

বুড়িচং প্রতিনিধি:

কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের স্বতন্ত্র প্রার্থী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাংবাদিক নেতা শওকত মাহমুদ ঈগল প্রতীক নিয়ে মঙ্গলবার ১৯ নবেম্বর দিনভর বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছেন।

তিনি দুপুরে বুড়িচং উপজেলার কংশনগর বাজার থেকে শুরু করে মালাপাড়া, আসাদনগর, রামনঘর, অলুয়া, জিরুইন, সাহেবাবাদ, ব্রাহ্মণপাড়া সদর, ধান্যদুল, বড়ধুশিয়া ও চান্দলা বাজারে গণসংযোগ ও একাধিক পথসভা করেন।

এসময় তিনি বুড়িচং-ব্রাহ্মণপাড়ার উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন।

সন্ধ্যায় মালাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় একাধিক নির্বাচনী অফিস উদ্বোধন করেন তিনি।

বিভিন্ন পথসভায় বক্তব্যকালে শওকত মাহমুদ বলেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষ আজ অবহেলিত, গত ১৫ বছরে দুই উপজেলায় অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

তিনি নির্বাচিত হতে পারলে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় গ্যাস সংযোগ প্রদান করবেন। ভরাসার বাজার থেকে মাধবপুর এবং নিমসার থেকে কংশনগর পর্যন্ত সড়কের যানজট নিরশনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করবেন।

বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী প্রয়াত জলাশয় কে কেন্দ্র করে মিনি শিল্পালয় স্থাপন করবেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ককে কেন্দ্র করে বৃহৎ আকারের শিল্পাঞ্চল স্থাপনের প্রচেষ্টা করবেন।

তিনি আরো বলেন, কুমিল্লার মধ্যে বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলায় শিক্ষা খাতে অনেকটাই বঞ্চিত। এই দুই উপজেলায় কারিগরি বিশ্ববিদ্যালয়, নার্সিং ইনস্টিটিউট, মহিলা কলেজ স্থাপন করবেন, এছাড়াও উচ্চ শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তিনি।

গণসংযোগকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ঈগল প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান