গাজীপুরের মাজুখানে ২ বোনের টিকটকের আড়ালে জম জমাট মাদক ব্যবসা

 

মোসাঃ রাহিমা আক্তার মুক্তাঃ

গাজীপুর মহানগর পূবাইল থানাধীন মাজু খানে একই পরিবারের ২ জন আপন বোন মোবাইলে টিকটকের আড়ালে চালিয়ে যাচ্ছে জম জমাট মাদক ব্যবসা। বড় বোন বৃষ্টি মাদকের বড় ডিলার তার সহযোগী হিসাবে ছোট বোন ফাতেমা আক্তার দীপা মাদক ক্রয় বিক্রয় করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের সুন্দর চেহারার আড়ালে এই ঘৃণ মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাদের দুই বোনের নামে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। আর তাদের সাথে মাদকের বিভিন্ন চালান সংগ্রহ করে এবং মাদক পৌঁছনোর কাজ করে ফাতেমার স্বামী সোহেল আরমান ওরফে চাইনা সোহেল। একই পরিবারের সবাই মাদক ব্যবসার সাথে জড়িত। মাদক ব্যবসায়ী দুই বোন গাজীপুরর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন মরকুন কবরস্থান এলাকার মৃত-দেলোয়ার হোসেনের মেয়ে। এদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়ে এলাকাবাসী। এ বিষয়ে মাদক ব্যবসায়ী ফাতেমা আক্তার দিপার মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননী। ( চলবে)

পদ্মায় ধরা পড়ল বিশাল আকৃতির বাগাড়

পদ্মায় ধরা পড়ল বিশাল আকৃতির বাগাড়

রাজবাড়ী জেলা সংবাদদাতাঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর মোহনায় জালে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাগাড় মাছ।বুধবার (২ জুলাই) সকাল ১০টার দিকে পাটুরিয়া এলাকায় কবির হোসেনের জালে মাছটি ধরা পড়ে।

মাছটি ধরা পড়ার খবর শোনার পরই জেলের সঙ্গে কথা বলে মাছটি এক হাজার চারশ টাকা দরে কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।

মাছ ব্যবসায়ী শাহজাহান গণমাধ্যমকে বলেন, মাছটি কেনার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় ফোন করে যোগাযোগ করি, এরপর ঢাকার এক শৌখিন মাছ ক্রেতা ১৫শ টাকা দরে ৪৩ হাজার ৫শ টাকায় মাছটি কিনে নেন। বর্তমান নদীতে স্রোত থাকায় বড় বড় মাছ জেলেদের জালে বেশি ধরা পড়ছে।

বাগাড় মাছ বেচাকেনা শাস্তিযোগ্য হলেও মৎস্য বিভাগ নীরব থাকার বিষয়ে গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী বিপন্ন প্রাণী ধরা বা কেনা-বেচা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান থাকলেও মৎস্য বিভাগ এখানে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারে না। কারণ বাগাড় মাছ হলেও আইনটা বন্য প্রাণী আইন। এ কারণে মৎস্য বিভাগের জন্য আইনটা যথাযথ নয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম