জমিতে গেলে পা কেটে ফেলার হুমকি দিলেন পুলিশের এসআই: আমজাদ হোসেন

 

এনামুল,পঞ্চগড়,প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা থানার পুলিশের এক উপ পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে এক ব্যক্তির পা কেটে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোস্তফা কামাল বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের কমলাপুকুরী এলাকার সুরুজ আলীর ছেলে। মোস্তফা পেশায় একজন ভ্যান চালক।

বোদা থানা পুলিশের একটি সূত্র জানায়, মাড়েয়া কমলাপুকুরি এলাকার রুবেল ইসলাম ৫/৭ দিন আগে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোস্তফার বিরুদ্ধে বোদা থানায় অভিযোগ দেন। পরে এসআই আমজাদ হোসেন দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধানের উদ্যোগ নেন।

এরই প্রেক্ষিতে বোদা থানার এসআই আমজাদ হোসেন শনিবার (৯ জুলাই) রাতে মোস্তফাকে থানায় আসার জন্য বলেন। কিন্তু গতকাল বৃষ্টির কারণে মোস্তফা থানায় যেতে পারেননি। পরে একই দিন রাত ৮টা ৩৯ মিনিটে এসআই আমজাদ হোসেন মোস্তফাকে থানায় না আসার কারণ সম্পর্কে জানতে ফোন করেন। বৃষ্টি থাকায় মোস্তফা থানায় যেতে পারবেন না বললে এসআই আমজাদ হোসেন ক্ষিপ্ত হন।

এই সময় মোস্তফাকে উদ্দেশ্য করে আমজাদ হোসেনকে বলতে শোনা যায়, কালকে তুই জমিতে যাবি না বাইঞ্চোদের বাচ্চা। তুই জমিতে যাবি তোর ঠ্যাং কাটি ফেলে দিব। কালকে তোক ধরে নে আসার জন্য লোক পাঠাচ্ছি। বাইঞ্চোদের বাচ্চা তুমি ফাজলামো চোদাও। এভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এসআই আমজাদ। তাদের দুইজনের কথপোকথনের এই কল রেকর্ড প্রতিবেদকের নিকট সংরক্ষিত আছে।

এই বিষয়ে এসআই আমজাদ হোসেন বলেন, মোস্তফাকে একটি অভিযোগের প্রেক্ষিতে কয়েকবার থানায় আসার কথা বলি। শনিবার তিনি থানায় আসতে চেয়েও আসেননি। তাই তাকে ফোন করেছিলাম। পা কেটে ফেলা অকথ্য ভাষায় গালিগালাজের বিষয়টি তিনি অস্বীকার করেন।

মোস্তফা কামাল বলেন, এই ভাবে একজন আইনের লোক হুমকি প্রদান করলে আমরা সাধারণ মানুষ কার কাছে যাব। তার এই হুমকির পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিছি। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমি এর বিচার চাই।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজয় কুমার রায় বলেন, এটা তিনি ঠিক করেননি। বিষয়টি আমি দেখছি।

পঞ্চগড়ের পুলিশ সুপার এস. এম. সিরাজুল হুদা, পিপিএম কে মুঠোফোনে কল করলে তিনি রিসিভ না করায় কথা বলে সম্ভব হয়নি।

মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

স্টাফ রিপোর্টারঃ
দেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির ৬০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।  শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

এর আগে গত বছরের ২৬ নভেম্বর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস বাংলাদেশ (আইডিইবি) মিলায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় ঢাকা ডিসি কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এস এম জাহিদুল ইসলাম সভাপতি ও চট্টগ্রাম ডিসি কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ মহাসচিব নির্বাচিত হন।

পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সাভার উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো: খালিদ হোসেন। এ ছাড়া গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের মো: ইদ্রিস আলী সরদার অতিরিক্ত মহাসচিব,  ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের মো: বদরুল আলম সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নাসির আহাম্মদ তালুকদার অর্থ সম্পাদক, মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের মো: মাসুদুর রহমান দপ্তর সম্পাদক এবং প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের  মো: ইকবাল হোসেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের