মিঠাপুকুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

 

রুবেল হোসাইন (সংগ্রাম)

রংপুরের মিঠাপুকুর উপজেলার তনকা দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। প্রধান শিক্ষক একক দাপট খাটিয়ে প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন থেকে অনিয়ম দূর্নীতি করার কারণে দিন দিন ধ্বংসের দারপ্রান্তে যাচ্ছে বিদ্যালয়টি। এমতাবস্থায় বিদ্যালয়টি রক্ষায় ফুসে উঠেছে এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে জানা যায় , তনকা দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় ১৯৬২ সালে প্রতিষ্ঠা করা হয়। এমপিওভুক্ত হয় ১৯৮৪ সালে। শিক্ষার্থী রয়েছে ২৫০জন। তবে ২ জন শিক্ষক এবং ২ জন ৪র্থ শ্রেণির কর্মচারী নৈশপ্রহরী ও অফিস সহায়ক  সংকট রয়েছে। এই শুন্যপদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে গোপনে নিয়োগ দেওয়ার পায়তারা চলছে। ইতিমধ্যে কয়েকজন প্রার্থীর কাছ থেকে কয়েকলাখ টাকা নিয়েছেন প্রধান শিক্ষক চপল। একজন প্রার্থীর টাকা ফেরতও দিয়েছেন।

এছাড়াও বিদ্যালয়টিতে শ্রেণিকক্ষ সংকট রয়েছে। একতলা বিশিষ্ট ৩ কক্ষের একটি ভবন থাকলেও শ্রেণিকক্ষ সংকটের কারণে জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়েই চলছে পাঠদান। আর এতেই ফুসে উঠেছে অভিভাবক ও স্থানীয় সুশীল সমাজ। কারণ বিদ্যালয়ের নামে নিজস্ব জমি, পুকুর ও দোকান রয়েছে। সেগুলো থেকে বছরে গড়ে কমপক্ষে ৩ লাখ টাকা আয় হয়। এছাড়াও ছাত্রীদের সেশন, পরীক্ষা ও মাসিক বেতন বাবদ আয় রয়েছে। অভিভাবকদের প্রশ্ন এত আয় থাকার পরেও মেয়েরা জরাজীর্ণ ঘরে লেখাপড়া করছেন। কারণ হিসেবে উঠে এসেছে প্রধান শিক্ষক গোলাম মোস্তফা চপলের একক আধিপত্য, দাপট এবং অনিয়ম দূর্নীতির তথ্য।

অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক গোলাম মোস্তফা চপল গত দুই যুগে দায়িত্বে থাকা অবস্থায় প্রতিষ্ঠানের কমপক্ষে অর্ধকোটি টাকা লুটপাট করেছেন। বিদ্যালয়ের নামে থাকা জমি নিজস্ব কব্জায় রেখেছেন যুগের পর যুগ। এছাড়াও নিয়োগ বাণিজ্য করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। এমনকি নিয়োগ বাণিজ্যের অভিযোগে জেল খেটেছেন প্রধান শিক্ষক চপল। হাজতবাস শেষে বিদ্যালয়ে ফিরে আবারও লুটপাট শুরু করেছেন। কেউ প্রতিবাদ করলে তাকে সাময়িক বহিষ্কার, পে-স্কেল না দেওয়াসহ নানাভাবে হয়রানি ও কোণঠাসা করে রেখেছেন এই চপল। তার এই কর্মযজ্ঞে স্থানীয় রাজনৈতিক নেতা, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় কিছু সুবিধাবাদী জড়িত থাকার অভিযোগ উঠেছে।

অভিভাবকরা জানান, চপল মাস্টার ঘুষ ছাড়া কোন কাজ করেন না। মেয়েদের উপবৃত্তি করাতেও তাকে টাকা দিতে হয়। আশাপাশের বিদ্যালয়গুলো চাকচিক্য আর আমাদের এলাকার স্কুলের ঘর ভেঙে পড়ছে। সরকারি বরাদ্দ, স্কুলের আয়, সেশন পরীক্ষার ফি-সহ বিভিন্ন সময় আমরা যে টাকা দেই সেগুলো কোথায় যায়? কে খায়? প্রশাসন তদন্ত করলে সব বেরিয়ে আসবে। সঠিক তদন্ত হয় না, তারাও প্যাকেট হয়।

অভিযুক্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা(চপল) অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের আয় কই? প্রমাণ দেন। পুকুর কত টাকায় লিজ দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, পুকুর লিজ দেওয়ার সময় স্থানীয়রা বাইরের কাউকে আসতে দেয় না, এজন্য কম মূল্যে লিজ দিতে হয়। চলতি বছরের মার্চ মাসে আড়াই লাখ টাকায় পুকুর লিজ দেওয়া হয়েছে সেই টাকায় কি কি উন্নয়ন হয়েছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিয়ম করলে সংশ্লিষ্ট কমিটির সভাপতি বিষয়টি দেখবেন। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে।

তনকা দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি তসলিম উদ্দিন বলেন, স্কুলের নামে কিছু জমি, পুকুর ও দোকান রয়েছে এটা সত্য। সর্বশেষ পুকুর লিজের আড়াই লাখ টাকা জমা আছে। টাকা থাকার পরেও জরাজীর্ণ ক্লাসরুমে পাঠদান কেন জানতে চাইলে তিনি বলেন, প্রধান শিক্ষকের সাথে কথা বলে সংস্কারের সিদ্ধান্ত  নেওয়া হবে।

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহি অফিসার  (ইউএনও) রকিবুল হাসান মুঠোফোনে জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।

শীতে সর্দি-কাশির যম লবঙ্গ চা!

স্টাফ রিপোর্টারঃ

সকালে উঠে এক কাপ চা ছাড়া দিন শুরু হয় না আমজনতার। কেউ খান চিনি ছাড়া দুধ ছাড়া লিকার, তো কারও আবার পছন্দ বেশি দুধ বেশি চিনি দিয়ে চা। স্বাস্থ্য সচেতন, ডায়েট মেনে চলা বাঙালি আবার চুমুক দেন হার্বাল টি অর্থাৎ ভেষজ চায়ের পেয়ালায়।

তবে শীতের বিকালে বা সন্ধ্যার আড্ডা জমাতে সিদ্ধহস্ত পানীয় চা। কিন্তু এমন অনেকেই আছেন যারা দিনে কতবার চায়ের কাপে চুমুক দিচ্ছে সে হিসাব রাখেন না।

বিশেষজ্ঞরা বলছেন, দিনে বেশিবার নিয়ম না মেনে চা খেলে উপকারের থেকে অপকারও হতে পারে। কিন্তু এই অপকারের উপাদানগুলোকেও হটিয়ে চা-কে সম্পূর্ণ স্বাস্থ্যকর পানীয়তে পরিণত করা যায় সামান্য কয়েকটা জিনিস যোগ করেই।

চায়ের এক কাপে লুকিয়ে অনেক গুণ

সকালে উঠে ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিলেই তরতাজা হয়ে ওঠে শরীর। সঙ্গে সঙ্গে খুশ মেজাজও। চায়ের পলিফেনল, ক্যাটেচিন, থেফ্লাভিনের মতো যৌগ আদতে স্বাস্থ্যের উপকারই করে। কিন্তু সব থেকে বেশি উপকার হার্বাল টি বা দুধ-চিনি ছাড়া চায়ে।

আর্য়ুবেদ বিশেষজ্ঞরা বলছেন, চা পানে আসক্তি থাকলে এই পানীয়কেই বানিয়ে নিন স্বাস্থ্যকর। যা শরীরকে এনার্জি দেওয়ার সঙ্গে সঙ্গে শক্তিও বৃদ্ধি করবে। চায়ে বিভিন্ন ভেষজ উপাদান মিশিয়ে নিলেই তা আর স্বাস্থ্যের ক্ষতি করবে না।

যদি বেশি কিছু মেশাতে ইচ্ছা না করে তবে মিশিয়ে নিন একটা লবঙ্গ। তাহলেই বেড়ে যাবে চায়ের গুণ।

লবঙ্গের রয়েছে দারুণ গুণ

এই শীতে আবহাওয়া পরিবর্তনে ঠান্ডা লাগার প্রবণতা সব থেকে বেশি। ঠান্ডা লাগা থেকে বাঁচতে শরীরের রোগপ্রতিরোধ শক্তিকে জোরদার করে তোলে লবঙ্গ। ফলে চায়ের কয়েক চুমুকেই শরীরে আসে জোর। রোগভোগ থাকে দূরে।

আর্য়ুবেদ বিশেষজ্ঞদের মতে, লবঙ্গের মধ্যে রয়েছে অ্যান্টি ভাইরাস, অ্যান্টি মাইক্রোবায়াল এবং অ্যান্টি সেপটিক উপাদান। যা শরীরকে যেকোনও সংক্রমণ থেকে রক্ষা করে।

সর্দি-কাশিতেও দারুণ উপকারী

সর্দি-কাশি সারিয়ে তুলতেও দারুণ উপকারী লবঙ্গ চা। এই মশলার গুণ বুকে জমে থাকা কফকেও তুলতে সাহায্য করে। অ্যান্টি অক্সিডেন্ট শরীরে যোগায় প্রচুর এনার্জি। এছাড়া এই চা হজমশক্তিকেও উন্নত করে। মেটায় গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের সমস্যাও।

স্কিনকেও করে দারুণ উজ্জ্বল

আয়ুর্বেদ চিকিৎসকরা বলছেন, ত্বকের জন্যেও দারুণ উপকারী লবঙ্গ চা। এতে রয়েছে প্রচুর ফ্রি র‌্যাডিক্যালস, যা রক্ত থেকে টক্সিক পদার্থ দূর করে শরীরের সঙ্গে সঙ্গে স্কিনকেও চাঙ্গা করে তোলে। রক্ত সঞ্চালন উন্নত হওয়ায় স্কিনেও আসে উজ্জ্বলতা।

তাহলে অপেক্ষা কিসের, আজ থেকেই চায়ের কাপে মিশিয়ে নিন একটি করে লবঙ্গ। তাহলেই রেডি স্বাস্থ্যকর চা। এই চা খেলেই বদলে যাবে আপনার স্বাস্থ্যের হালহকিকত। কাটিয়ে যেতে পারবেন ছোট-বড় নানা রোগের ফাঁদ।

 

সবা:স:জু- ৬৩০/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম