রাহিমা আক্তার মুক্তা :
গত ৩০-০৮-২০২৩ ইং রোজ বুধবার ভ্রাম্যমান আদালত ৬ এর নির্বাহী সাজিদ আনোয়ার এর নেতৃত্বে প্রতারক ও দালাল চক্রের তিন সদস্য কে আটক করে মিরপুর বিআরটি-এ দ্বায়িত্বে থাকা আনসার কমান্ডার মো: কাঞ্চন ও সহকারী কমান্ডার মো: মিলন ও আরো ছিলো আনসার সদস্যরা।
আসামীরা হলো :
মোহাম্মদ আল-আমিন বয়স( ২৭)
১ মাসের সশ্রম কারাদণ্ড
মোহাম্মদ আনিস বয়স( ১৮)
১মাসের সশ্রম কারাদণ্ড
মোহাম্মদ জলিল খান বয়স (৪০)
১মাসের সশ্রম কারাদণ্ড
নির্বাহীর সাক্ষাৎকার নিলে তিনি সাংবাদিক কে বলেন,
কোন প্রতারক দালাল এর মাধ্যমে যেন সাধারন জনগন হয়রানি না হয়, তার জন্য জোরালো ভাবে নির্দেশ দেয়া আছে। তিনি আরো বলেন, কোন প্রতারক দালাল বিআরটি এ প্রবেশ করতে পারবেনা। এদের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স ও নেই। নির্বাহী প্রতারকদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করে।
এ বিষয়ে আনসার কমান্ডা মো: কাঞ্চন বলেন,
কোন দালাল প্রতারক চক্র কেউ যাতে বিআরটি এ ডুকে সাধারণ মানুষ কে হয়রানি না করে সে জন্য আনার সদস্য রা বিআরটিএ বিভিন্ন জায়গায় ডিউটিতে কর্মরত।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.