৫০ নম্বর কাউন্সিলর ডিএম শামীমের বিরুদ্ধে ধর্ষন মামলা

স্টাফ রিপোর্টার:
ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ডিএম শামিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন এক তরুণী। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন উত্তরার এক তরুণী।

আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তপূর্বক প্রতিবেদনের নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ও বাদী পক্ষের আইনজীবী।

মামলায় উল্লেখ করা হয়, কয়েকদিন পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে ডিএম শামিমে সঙ্গে পরিচয়ের পর অফিসে ডেকে নিয়ে পিস্তল দিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ আরো ২ জন মিলে ধর্ষন করা সহ বিভিন্ন সময়ে একাধিক বার ধর্ষন করে। এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দিয়ে ঐ তরুণীর সঙ্গে আরও ঘনিষ্ঠ হয়ে ওঠেন। বিভিন্ন সময় রাজধানীর একাধিক স্থানে ভয় দেখিয়ে তারা দেখা করতে বাধ্য করেন কারন ডিএম শামীম একজন ক্ষমতাসীন দলের কাউন্সিলর।
সেই তরুনি তার আত্মীয় স্বজনরা বিষয়টি জানতে পারলে ডিএম শামীম কে এবিষয়ে বললে তাতে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন।
বিয়ের জন্য চাপ দিলে তরুণীকে মারধর করে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বিভিন্নভাবে হত্যার হুমকি দিলে তরুণী বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। এ বিষয়ে দৈনিক সবুজ বাংলাদেশ এর পক্ষ থেকে ডিএম শামীম এর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি ফালতু বিষয় বলে ফোন কেটে দেন।

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

স্টাফ রিপোর্টার:

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২৭ মে) আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সাগরে লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর পুনঃ তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম