বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনর ( বিএমজেএ) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মার্চ) রাজধানীর সেগুনবাগিচার তোপখানা রোডের হোটেল মেট্রো লাউঞ্জে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।

বিএমজেএ’র সভাপতি গাজী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ( বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী। এসময় উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে মাল্টিমিডিয়া সাংবাদিকরা অগ্রণী ভুমিকা রাখছে। এক্ষেত্রে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা যাবে না। ডিজিটাল মাধ্যমে সংবাদ উপস্থাপনায় আরও সচেতনতা অবলম্বন করতে হবে।

ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম বলেন, আধুনিক যুগে তথ্য প্রাপ্তিকে সহজ করেছে ডিজিটাল সংবাদ মাধ্যম। পূর্বে কোন ঘটনার খবর পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো, যা বর্তমানে মুহূর্তে মধ্যেই পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে মাল্টিমিডিয়া সাংবাদিকদের আরও দেশি দক্ষ হতে হবে। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে হবে।

ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, বর্তমান যুগে মাল্টিমিডিয়া সাংবাদিকতা গুরুত্ব অপরিহার্য। মাল্টিমিডিয়া সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। সত্য তথ্য উপস্থাপন মাল্টিমিডিয়া সাংবাদিকদের চ্যালেঞ্জ মোকাবিলায় পাশে থাকার আশ্বাস দেন তিনি।

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন ফুরকানের সঞ্চালনায় ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিগণ এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিআরজেএ’র চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ও মহাসচিব তাজুল ইসলাম

স্টাফ রিপোর্টার:

আজ ২০ জুলাই ২০২৫, রবিবার দুপুর ১২ টায় জাতীয় প্রেসক্লাবের বিপরীতে মেট্রো লাউঞ্জ রেস্টুরেন্টে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ) এর নির্বাহী কমিটির দ্বি-বার্ষিক সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২৭ মেয়াদে মোহাম্মদ সাখাওয়াত হোসেন ইবনে মঈন চৌধুরী চেয়ারম্যান ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম নির্বাচিত হন। ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, ভাইস চেয়ারম্যান মোঃ সাজেদুল ইসলাম, যুগ্ম মহাসচিব এস এম বদরুল ইসলাম, ব্যারিষ্টার জাকির হোসেন শিশির, এস এম মাহফুজুর রহমান, এ্যাডভোকেট সারাবান তাহুরা, সাংগঠনিক সচিব তাজ উদ্দিন আহমেদ, সহ-সাংগঠনিক সচিব নাজমুস সাকিব সৈকত, অর্থ সচিব ফাহিম আল-নূর, আন্তর্জাতিক সচিব মোঃ জামাল উদ্দিন, সহ-আন্তর্জাতিক সচিব মোঃ শরিফুল ইসলাম, দপ্তর সচিব সাইফুল ইসলাম, সহ-দপ্তর সচিব মোঃ সাইদুল ইসলাম খান, আইন ও মানবঅধিকার সচিব মজিবুর রহমান, মহিলা সচিব এ্যাডভোকেট মাহিয়া মেহেজাবিন রিফা, ক্রিড়া ও সাংস্থকৃতিক সচিব এ এইচ আরিফ, প্রচার সচিব সালেহ আহম্মেদ (আরিফ) নির্বাহী সদস্য মোঃ মোজাম্মেল হক, মোঃ মোশারফ হোসেন বেলাল, এম আর টুনু তালুকদার, কামরুজ্জামান চৌধুরী, নুরুল ইসলাম, সালেহ আহমেদ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের