যুক্তরাষ্ট্রে নির্বাচনে চতুর্থবারের মতো জিতলেন ফিলিস্তিনি

সবুজ বাংলাদেশ ডেক্স॥

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে টানা চতুর্থবারের মতো জয়ী হলেন দেশটির আইনসভার একমাত্র ফিলি¯িতনি মার্কিন সদস্য রাশিদা তায়েব। মিশিগান অঙ্গরাজ্যের ১২তম কংগ্রেশনাল ডিসট্রিক্ট থেকে জিতেছেন তিনি।

রাশিদা তায়েবের বিভিন্ন সময়ে করা মন্তব্যে তাঁর প্রতিনিধি পরিষদের অনেক সহকর্মীই ক্ষুব্ধ হন। গত বছর রিপাবলিকা নিয়ন্ত্রিত এ পরিষদ ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে রাশিদার মন্তব্যের নিন্দা জানিয়ে ভোট দেয়।
রাশিদা যে ডিসট্রিক্ট থেকে জিতেছেন, সেখানে বড়সংখ্যক আরবমার্কিন জনগোষ্ঠীর বসবাস। ফিলিস্তিনের গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের ঘোর বিরোধী তিনি। তাঁর অভিযোগ, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল।

তবে রাশিদা তায়েবের বিভিন্ন সময়ে করা মন্তব্যে তাঁর প্রতিনিধি পরিষদের অনেক সহকর্মীই ক্ষুব্ধ হন। গত বছর রিপাবলিকান নিয়ন্ত্রিত এ পরিষদ ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে রাশিদার মন্তব্যের নিন্দা জানিয়ে ভোট দেয়।

রাশিদা বলেন, তাঁর সমালোচনা ছিল ইসরায়েলের সরকার ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বের বিরুদ্ধে। সেই সঙ্গে তিনি অঙ্গীকার করেন, ইসরায়েলি আগ্রাসন নিয়ে তিনি চুপ থাকবেন না।

সবা:স:জু-৩৯/২৪

মাস্ককে কটাক্ষ করলেন ব্রাজিলের ফার্স্ট লেডি

সবুজ বাংলাদেশ ডেস্ক:

জি-২০ সোশ্যাল ইভেন্টে বক্তৃতাকালে ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে তীর্যক মন্তব্য করেছেন ব্রাজিলের ফার্স্ট লেডি জানজা লুলা দা সিলভা। শনিবার জি-২০ এর সোশ্যাল ইভেন্টের সম্মেলন চলাকালীন ব্রাজিলের ফার্স্ট লেডি ইলন মাস্ককে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য না ছড়ানোর পরামর্শ দেন। ইলনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভুল তথ্যের লাগাম টেনে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা আছে। জানজা লুলা দা সিলভার বক্তৃতার সময় জাহাজের ভেঁপু শব্দ ভেসে এলে তিনি মজা করে বলেন, আমি মনে করি এটি ইলন মাস্ক।

এর আগে জানজা বলেছিলেন, আপনার বিষয়ে আমি ভীত নই ইলন মাস্ক। সোশ্যাল নেটওয়ার্ক এক্সে পোস্ট করা ফার্স্ট লেডির এই ভিডিওতে হাহা রিয়্যাক্ট দিয়েছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার এই মালিক। এছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার নাম উল্লেখ করে এক্সের এক পোস্টে মাস্ক বলেছেন, আগামী নির্বাচনে তারা পরাজিত হতে যাচ্ছেন। আগামী সোম এবং মঙ্গলবার জি-২০ এর শীর্ষ সম্মেলনের আগে সোশ্যাল ইভেন্টে বক্তৃতার সময় ইলন মাস্ককে লক্ষ্যবস্তু করলেন ব্রাজিলের প্রেসিডেন্টের স্ত্রী।

উল্লেখ্য, এ বছর ব্রাজিলে এক মাসের জন্য ইলন মাস্কের সোশ্যাল মেসেজিং নেটওয়ার্কটির কার্যক্রম স্থগিত করা হয়। ‘ঘৃণা এবং ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে অভিযুক্ত অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে দেশটির আদালতের আদেশ উপেক্ষা করায় এমন নিষেধাজ্ঞার কবলে পড়েছিল মাস্কের মাইক্রো ব্লগিং নেটওয়ার্কের এই যোগাযোগমাধ্যম।

সবা:স:জু- ১৩১/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি