হ্যাকিং ও হয়রানির সঙ্গে সম্পৃক্ত ১ লাখ ৭৯ হাজার ডিভাইস

ডেস্ক রিপোর্টঃ

সাইবার নিরাপত্তার হুমকির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ইনস্ট্যান্ট মেসেজিং প্লাাটফর্ম ইমো। প্লাটফর্মটি এ বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত হ্যাকিং, হয়রানি ও প্রতারণার সাথে সম্পৃক্ত ১ লাখ ৭৯ হাজার ডিভাইস শনাক্ত ও নিষিদ্ধ করেছে। একইসাথে, ইমো অত্যাধুনিক ‘অটো টেকনোলজি’র মাধ্যমে হ্যাকিং ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ৪ লাখ ৩৫ হাজার অ্যাকাউন্টকে হ্যাকিংয়ের ঝুঁকি থেকে সুরক্ষিত রেখেছে। পাশাপাশি, দেশের ব্যবহারকারীদের ৯ হাজার ৬০০টি অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতেও সহায়তা করেছে ইমো।

২০২৪ সালের প্রথম তিন প্রাথিকে ইমো প্রতারণা ও হয়রানির সাথে সংশিষ্টতায় তাৎক্ষণিকভাবে যথাক্রমে ১৮০০টি ও ৬ লাখ ৬৭ হাজার অ্যাকাউন্ট বন্ধ করেছে ইমো। ডিজিটাল ক্ষমতায়নের পথ প্রতিবন্ধকতা তৈরি করছে সাইবার নিরাপত্তা নিয়ে হুমকি। লিঙ্গ বা বয়স নির্বিশেষে যেকোনো ইন্টারনেট ব্যবহারকারীই বিভিন্ন ধরনের সাইবার হুমকির মুখে পড়তে পারেন। এক্ষেত্রে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইনস্ট্যান্ট মেসেজিং প্লাটফর্মগুলোর উচিত প্রযয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ব্যবহারকারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। বিগত বছরগুলো থেকে ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে ইমো। এছাড়া অ্যাকাউন্টের ওপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে তাদের ক্ষমতায়নে কার্যকরী সব ফিচার চালু করেছে।

 

উদাহরণস্বরূপ, ইমো’র ‘লগইন প্রোটেকশন’ ফিচার ব্যবহারকারীর অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিতে অত্যন্ত কার্যকর। এছাড়াও, ইমো’তে রয়েছে ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ ও ‘ট্রাস্টেড ডিভাইস’ -এর মতো সুরক্ষা ফিচার। সুরক্ষা নিশ্চিতে আরও রয়েছে ‘সিম বাইন্ডিং ফিচার।’ এসব ফিচার ব্যবহারকারীদের অ্যাকাউন্টে শুধুমাত্র নির্ভরযোগ্য ও অনুমোদিত ডিভাইসের মাধ্যমে লগইন নিশ্চিত করতে সহায়তা করে। এছাড়াও, ব্যবহারকারীরা অতিরিক্ত সুরক্ষায় ইমো অ্যাকাউন্টে লগইন করার সময় নিয়মিত ভিত্তিতে ‘ম্যানেজ ডিভাইস’ চেক কররে সন্দেহজনক ডিভাইস অপসারণ করতে পারেন; অথবা দুই বা ততোধিক ডিভাইস ব্যবহার না করলে, ‘মাল্টি ডিভাইস’ ফাংশন ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। ইমো’র এ পদক্ষেপগুলো ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিতে এর ধারাবাহিক প্রচেষ্টার অংশ এবং ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা ও গোপনীয়তা সুরক্ষায় প্রতিষ্ঠানটির অবচল প্রতিশ্রুতির প্রতিফলন।

 

 

 

জবি ফটোগ্রাফি সোসাইটি’র ফ্যাক্ট চেকিং ও আরটিআই শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

উম্মে রাহনুমা,জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে দিনব্যাপী ফ্যাক্ট চেকিং এবং তথ্য অধিকার শীর্ষক কর্মশালা অনুষ্ঠানিক হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে ফটোগ্রাফি সোসাইটির নিজস্ব অফিসে এই কর্মশালার আয়োজন করা হয়। দিনব্যাপী হওয়া এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ থেকে বাচাইকৃত ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। কর্মশালাটি দুটি সেশনে বিভক্ত ছিল। প্রথম ফ্যাক্ট চেকিং বিষয়ক সেশনটি পরিচালনা করেন জবি ফটোগ্রাফি সোসাইটি সভাপতি মিনহাজুল ইসলাম। এছাড়াও তথ্য অধিকার বিষয়ক দ্বিতীয় সেশনটি যৌথভাবে পরিচালনা করেন ফটোগ্রাফি সোসাইটি সভাপতি মিনহাজুল ইসলাম এবং সোসাইটির সহ-সভাপতি ছাবেকুন মোস্তফা।

কর্মশালা আয়োজক জবি ফটোগ্রাফি সোসাইটি সভাপতি মিনহাজুল ইসলাম কর্মশালা সম্পর্কে বলেন, আমি দায়িত্ব গ্রহনের পর থেকে ফটোগ্রাফি সহ নিত্য নতুন বিষয়ে জবি শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার জন্য কাজ করে আসছি তারই ধারাবাহিকতায় আমরা ফ্যাক্ট চেকিং ও তথ্য অধিকার বিষয়ক দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করেছি। আমি আশা করি ভবিষ্যতেও আমার এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের দক্ষ হতে সহায়তা করতে পারবো

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান