জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের হাতে সেনাসদস্য খুন

স্টাফ রিপোর্টার:

জমি নিয়ে চাচাতো ভাইদের সাথে বিরোধের জেরে প্রতিপক্ষে ধারালো অস্ত্রের আঘাতে ছুটিতে আসা এক সেনাসদস্য খুন হয়েছেন।

সকাল ৮টার দিকে শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওয়াসিম মিয়া (২৮) ওই গ্রামের হাসেন আলীর ছেলে এবং সিলেট সেনানিবাসের ৫ম বীর ব্যাটালিয়নের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে চাচাতো ভাইদের সাথে সেনাসদস্য ওয়াসিম মিয়া পরিবারের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে কয়েকদিন আগে বাড়িতে ছুটি আসা সেনাসদস্য ওয়াসিম মিয়ার ওপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজন হামলা করে এবং ঘাড়ে কোপ দেয়। গুরুতর অবস্থায় পরিবারের লোকজন সেনাসদস্য ওয়াসিম মিয়াকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সবা:স:জু-২৪৮/২৪

ভালুকায় ছেলের হাতে বাবা খুন

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ছেলের অঘাতে পিতার মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পূর্ব ভালুকার কোনাপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত মজিবুর রহমান পান্নার ছেলে রাব্বি(১৮) এর সাথে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। তারই জের ধরে শুক্রবার সন্ধায় রাব্বি তার নিজ বাড়িতে তার পিতা মজিবুর রহমান পান্নাকে বুকে জখম করলে জ্ঞান হাড়িয়ে মাটিতে পরে যায়। পরে স্থানীয়রা মজিবুর রহমান পান্নাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোহাইমিনুল ইসলাম মজিবুর রহমান পান্নাকে মৃত ঘোষনা করেন।

ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক মোহাইমিনুল ইসলাম জানান, মজিবুর রহমান পান্নাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, নিহতের লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হবে। আসামী রাব্বিকে আটক করা হয়েছে।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম