
সবুজ বাংলাদেশ ডেস্ক:
উইকিপিডিয়া আমাদের প্রায় অনেকেরই কাছে বেশ পরিচিত। কোনও তথ্য সংগ্রহের জন্য অনেকের প্রথম পছন্দ উইকিপিডিয়া, হোক সেটা একেবারে ছোটখাটো বিষয় কিংবা গুরুগম্ভীর কিছু।
উইকিপিডিয়া একটি মুক্ত, সহযোগীতামূলক পিডিয়া যা অনেক স্বেচ্ছাসেবক দ্বারা পরিচালিত হয়। এটি সিন্ধান্ত সম্প্রদায়ের মাধ্যমে কাজ করে এবং ব্যবহারকারীরা স্বাধীনভাবে তথ্য সংযোজন, সম্পাদনা এবং সংশোধন করতে পারে। উইকিপিডিয়ার তথ্য প্রায়শই উৎস হিসেবে নির্ভরযোগ্য, কারণ এটি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে।
ভারতে গত কিছুদিন ধরেই খবরের শিরোনামে উইকিপিডিয়া। এর কারণ দিল্লি হাইকোর্টে দায়ের হওয়া একটা মামলা। উইকিপিডিয়ার বিরুদ্ধে এই মামলাটি করেছে বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল বা এএনআই।
এই বার্তা সংস্থা সম্পর্কে উইকিপিডিয়ার একটা পেজে উল্লেখ করা হয়েছে – এএনআই ভুল তথ্য প্রকাশ করে। এই অভিযোগ অস্বীকার করে এএনআই এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মানহানির মামলা করেছে, যে সংস্থাটি উইকিপিডিয়া পরিচালনা করে।
বিভিন্ন বিষয়ে তথ্য জানতে বহুল ব্যবহৃত এই মাধ্যম সম্পর্কে প্রায়ই কয়েকটা প্রশ্ন উঠে থাকে – উইকিপিডিয়া কীভাবে কাজ করে? এই অনলাইন বিশ্বকোষ চালানোর জন্য কোথা থেকে টাকা আসে? সেখানে প্রকাশিত বিষয় সম্পর্কে কারা লেখেন? উইকিপিডিয়ার নেপথ্যে কে রয়েছে?
সবা:স:জু-১৭০/২৪