
অনলাইন ডেস্ক:
মাওলানা জুবায়ের ও সাদপন্থীদের দ্বন্দ্বের কারণে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবারের বিশ্ব ইজতেমা নিয়ে। ইজতেমা ময়দানে ৩১ জানুয়ারি পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকায় থেমে আছে প্রস্তুতি। এ অবস্থায় আদৌ কি হবে লাখো মুসুল্লির সমাগমে এবারের বিশ্ব ইজতেমা?
১৯৭২ সাল থেকে তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমার আয়োজন করে আসছেন মুসলমানরা। তাদের ঐক্যে প্রথম ফাটল ধরে ২০১৭ সালে। সেবার জুবায়ের ও সাদপন্থীরা আলাদা করে ইজতেমায় অংশ নেন। এরপর দুই পন্থীরা কেবল দূরেই সরেছেন।
বিশ্ব ইজতেমা ঘিরে কয়েক মাস আগ থেকেই চলে প্রস্তুতির কাজ। এবারও তার ব্যতিক্রম ছিল না। তবে, ১৭ ডিসেম্বর মধ্যরাতে তাবলীগ জামায়াতের সাথীদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর অনিশ্চতায় পড়ে এবারের বিশ্ব ইজতেমা। নিরাপত্তার কারণে ইজতেমা ময়দানে চলছে ১৪৪ ধারা। থেমে গেছে সব প্রস্তুতির কাজ।
সংবাদ সম্মেলন করেও এ হামলার দায় নিতে চাননি কেউই। চেয়েছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার। এমন বাস্তবতায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠানে হাল ছাড়েননি তাবলীগ জামায়াতের নীতি নির্ধারকরা।
উল্লেখ্য, এবার ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
সবা:স:জু- ৫৪২/২৪