31st December 2024

 

 

কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টারঃ

সবকিছু ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়াকে বহনের জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠাচ্ছেন কাতারের আমির তামিম বিন হাম্মাদ আল থানি। এয়ার অ্যাম্বুলেন্সটি আজ সোমবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা আছে।

আজ সোমবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন এ কথা জানান।

ডা. জাহিদ হোসেন জানান, লন্ডনে বিমানবন্দরে পৌঁছার পর সেখান থেকে তাঁকে সরাসরি হাসপাতালে নেওয়া হবে তাকে। এরপর তার চিকিৎসার বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যদি সবকিছু ঠিক থাকে, মঙ্গলবার রাত দশটায় কাতার এয়ার-অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।’

তিনি আরও বলেন, ‘লন্ডনে পৌঁছানোর পর তাঁকে অভ্যর্থনা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তাঁর ছেলে তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান। তাঁরাই তাঁকে লন্ডন হসপিটাল নামে একটি পুরোনো হাসপাতালে নিয়ে যাবেন এবং ভর্তি করাবেন। এরপর সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী চিকিৎসার বিষয়ে পরামর্শ দেবেন। ওই পরামর্শের ভিত্তিতে খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা কার্যক্রম শুরু হবে।’

এদিকে খালেদা জিয়াকে বহনের জন্য কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বলেও জানান জাহিদ।

খালেদা জিয়ার সঙ্গে মেডিকেল বোর্ডের ৬ চিকিৎসক ও তাঁর কর্মকর্তাসহ আরও অনেকে যাচ্ছেন বলে জানান ডা. জাহিদ হোসেন।

খালেদা জিয়া ওমরাহ পালন করবেন কিনা—জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, ‘ওমরাহ করতেই হবে এ রকম কোনো সিদ্ধান্ত নেই। যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, তবে তিনি ওমরাহ করবেন।’

সবা:স:জু- ৬৬৮/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান