সিডনি টেস্টের মাঝপথে হাসপাতালে বুমরাহ

খেলা ডেস্কঃ

নতুন বছরের শুরুতেই বড় দুঃসংবাদ পেলো ভারত ক্রিকেট দল। চলমান বর্ডার-গাভাস্কার ট্রফিতে রীতিমতো উড়ছিলেন জাসপ্রিত বুমরাহ। এবারের বর্ডার-গাভাস্কার ট্রফিতে তিনিই ভারতের সফলতম বোলার।রোহিত শর্মাকে বিশ্রাম দিয়ে বর্ডার-গাভাস্কার ট্রফির সিডনি টেস্টের নেতৃত্ব তুলে দেয়া হয়েছিল জাসপ্রিত বুমরাহর কাঁধে।

তবে দ্বিতীয় দিন মধ্যাহ্ন বিরতির পর চোট নিয়ে মাঠ ছেড়েছেন এ পেসার। হয়েছেন হাসপাতালেরও শরণাপন্ন। তাতে দুশ্চিন্তা বেড়েছে ভারতীয় শিবিরে।

সিডনিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ও পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। প্রথম দিন ব্যাটারদের ব্যর্থতায় ১৮৫ রানে আউট হলেও, দ্বিতীয় দিনে বোলাররা চমক দেখিয়ে দলকে ৪ রানের লিড এনে দিয়েছে।

তবে স্বস্তির দিনে বড় অস্বস্তি অধিনায়ক ও দলের তারকা পেসারের ইনজুরির শঙ্কা। দ্বিতীয় দিনের শুরু থেকেও চনমনে ছিলেন ‍বুমরাহ। আগের দিন উসমান খাজাকে আউট করার পর আজ শুরুতে সাজঘরের পথ ধরান মার্নাস লাবুশেনকে।

এদিন মধ্যাহ্ন বিরতির পর সতীর্থদের সঙ্গেই মাঠে নামেন বুমরাহ। তবে এক ওভার বল করার পরই চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। বুমরাহ কোথায় এবং কীভাবে চোট পেয়েছেন, তা জানা যায়নি। ভারতের পক্ষ থেকেও কিছু জানা যায়নি। সাজঘরে তাকে পরীক্ষা করেন ভারতের টিম চিকিৎসক। তার পর চোটের জায়গায় স্ক্যান করানোর জন্য তাকে সিডনির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে বুমরাহের চোট কতটা গুরুতর। তার অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। বুমরাহ মাঠ ছাড়লেও তার অনুপস্থিতি টের পেতে দেননি মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা ও নীতিশ কুমার রেড্ডি। তিন পেসার মিলে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে ধস নামিয়েছে। তাতে ১৮১ রানে থেমেছে অজিদের প্রথম ইনিংস। ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ভারত, সিরিজ সমতায় ফিরতে সিডনিতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে।

 

সবা:স:জু- ৬২৯/২৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচসূচি, প্রতিপক্ষ যারা

খেলা ডেস্ক : 

দীর্ঘ নাটকীয়তার পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি– ২০২৫ আসর শুরুর মাত্র ৫৬ দিন আগে সময়সূচি ঘোষণা করা হয়েছে। যেখানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। সেখানে তাদের আরেক প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির। টুর্নামেন্টের দ্বিতীয় দিন (২০ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগাররা মাঠে নামবে।

পাকিস্তানের মাটিতে ভারত খেলতে যাবে না বলেই দীর্ঘ সময় ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা নিয়ে নাটকীয়তা চলেছে। শেষমেষ হাইব্রিড মডেলেই হতে যাচ্ছে বৈশ্বিক এই টুর্নামেন্টটি। সে অনুসারে পাকিস্তানের পাশাপাশি টুর্নামেন্টের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে হবে। মধ্যপ্রাচ্যের ওই শহরেই ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আসরের কাউন্টডাউন শুরু হয়েছিল অনেক আগে। সূচিও ঘোষণা করার কথা ছিল ন্যূনতম তিন মাস আগে। কিন্তু হাইব্রিড মডেল নিয়ে ভারত-পাকিস্তানের দ্বিধাগ্রস্ত অবস্থান ক্রমেই সেই সময় পিছিয়ে দিয়েছে। আসন্ন টুর্নামেন্টের গ্রুপ ‘এ’তে রয়েছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ। এ ছাড়া গ্রুপ ‘বি’তে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। টুর্নামেন্টের পর্দা উঠবে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে।

টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩ ফেব্রুয়ারি। এই ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। ৮ দলের টুর্নামেন্টে সর্বমোট ১৫ টি ম্যাচ হবে। গ্রুপপর্বের ম্যাচগুলো হবে ২ মার্চ পর্যন্ত। এরপর ৪ ও ৫ মার্চ দুটি সেমিফাইনাল এবং ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে তিন ম্যাচের জন্য রয়েছে রিজার্ভ ডে।

সবা:স:জু- ৪৬৭/২৪
ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান