নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধিন কোতোয়ালেরবাগ এলাকায় পাকিস্তানি খাদের সামনে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে এই হত্যাকাণ্ড ঘটে।

জানা গেছে, নিহত মামুন হোসাইন পাকিস্তানি খাদের বাসিন্দা সমন আলী বেপারীর ছেলে। তিনি নিজ এলাকায় ইট বালু সিমেন্ট ব্যবসা করতেন।

নিহত মামুনের ইট বালু সিমেন্ট ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া বলেন, রাত ২টায় মামুন ব্যবসা প্রতিষ্ঠান থেকে হিসেব শেষ করে বাসায় চলে যান। ভোর সাড়ে চারটায় আমাদের প্রতিষ্ঠানের কাছেই একাধিক গুলির শব্দ শুনে এগিয়ে যাই। সেখানে গিয়ে দেখি দুই যুবক দৌড়ে পালিয়ে যাচ্ছে। তখন মামুনের রক্তাক্ত নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখি। এরপর তাকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আওয়ামীলীগের লোকেরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন।

তিনি বলেন, ‘আওয়ামীলীগের দোসররা কিছুদিন পূর্বে বিএনপিতে যোগ দেয়ার চেষ্টা করে। আমরা থানা স্বচ্ছাসেবক দল, যুবদল, শ্রমিকদল মিলে এর প্রতিবাদ জানিয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করি। সেই থেকে আমাদের সাথে তাদের বিরোধ ও শত্রুতা সৃষ্টি হয়।’

তিনি বলেন, ‘এর আগে গত সেপ্টেম্বরে তারা আমাকেও কুপিয়ে হত্যা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। এর জের ধরে ভোর চারটায় কে বা কারা মামুনকে বাড়ি থেকে ডেকে এনে তার বাড়ির পাশেই নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গুলি করে হত্যা করে। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ন্যায়বিচার দাবি করছি।’

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আমরা তদন্ত করছি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি।’

 

বরুড়া অফিস পাড়া ফার্নিচার দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ

বরুড়া অফিস পাড়া ফার্নিচার দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ

মোঃ মহিবুল্লাহ ভূঁইয়া, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার জেলার বরুড়ায় অফিস পাড়া ফার্নিচার দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বরুড়া থানায় লিখিত অভিযোগ কারী মোঃ জনি জানান, তাঁর মালিকানাধীন বরুড়া থানার দক্ষিণ পাশে পৌরসভার অফিস পাড়া এলাকায় গত ২১শে জুন শনিবার বিকাল আনুমানিক চারটায় বরুড়া তলাগ্রাম অফিস পাড়ার বাসিন্দা বেলায়েত হোসেন বিল্লাল (৪৫) সকিনা বেগম (৪০) ফাতেমা বেগম (৩৫) জানু বিবি(৪০) একযোগে জোরপূর্বক ফার্নিচার দোকানে ঢুকে মালিক মোঃ জনি(৩২) কে মারাত্মক ভাবে আহত করে এবং দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে চলে যায়।

এসময় অভিযোগকারী জনি আরো জানান গত জুলাই আগস্ট মাসেও একবার তার দোকানে হামলার চেষ্টা করেছে এই দুর্বৃত্তরা,ঐ সময় দোকানে সাংবাদিকরা উপস্থিত থাকায়, কিছু করতে পারেনি।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফার্নিচার দোকানের মালিক মোঃ জনির সাথে কথাবলে জানা যায়। বেলায়াত হোসেন বিল্লাল এর সহযোগিতা তার বাড়ির মহিলা ভাড়াটিয়ারা, সকিনা বেগম,ফাতেমা বেগম, জানু বিবি,বরুড়া অফিস পাড়া এলাকায় বিভিন্ন অসামাজিক কাজে করে আসছে ও এলাকার যুবকদেরকে ইয়াবা সহ অন্যান্য অসামাজিক কাজে লিপ্ত করছে। এমন সংবাদ সাংবাদিক পেয়ে তাঁর দোকানে গিয়ে কিছুক্ষণ সময় অপেক্ষা করলে উক্ত অভিযুক্তরা, তার দোকানের ১৫০ গজ পশ্চিমে দিকে তাদের বাসা থেকে বের হয়ে এসে আমাকে অকাথ্য ভাষায় গালমন্দ করে হুমকি-ধুমকি দিয়ে যায় এবং ১ নং বিবাদী বেলায়েত হোসেন বিল্লাল আমাকে প্রাণে মেরে ফেলার জন্য ধাঁড়ালো অস্র দিয়ে মাথায় আঘাত করলে মাথায় ও আমার হাত কেটে যায়।

ঘটনাস্থলে আমার ডাক চিৎকার শুনে আশে পাশে থাকা লোকজন উদ্ধার করে বরুড়া থানায় পাঠায়।

আহত ফার্নিচার দোকানের মালিক মোঃ জনি আহত অবস্থায় বরুড়া থানায় অভিযোগের জন্য গেলে কর্তব্যরত ডিওটি অফিসার হাসপাতালে গিয়ে আগে চিকিৎসা নিতে বলেন।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ফার্নিচার দোকানের মালিক মোঃ জনি শরীরের বিভিন্ন অংশে লিলা,ফুলা ও যখমের দাগ রয়েছে এবং তার কপালে সেলাই দেওয়া হয়েছে। উল্লেখ্য অভিযুক্ত বেলায়েত হোসেন বিল্লাল তৎকালীন আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়- আওয়ামী লীগের নেতাদের ছত্রছায়ায় এই অপকর্ম চালিয়ে আসছে।

এ ব্যাপারে অভিযুক্ত বেলায়েত হোসেন বিল্লালের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি