টঙ্গী থানা পুলিশের বিশেষ অভিযান : ২ ছিনতাইকারী আটক : ৪ টি মটরসাইকেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

কাজী কেয়া:

গাজীপুর মহানগরীর টঙ্গীতে টঙ্গী থানা পুলিশের একটি বিশেষ অভিযান সফল হয়েছে। এই অভিযানে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে চারটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি শনিবার (১৭ মে) দুপুর ৩টার দিকে টঙ্গী পূর্ব থানার আরিচপুর মুনসুর আলী রোডস্থ জনৈক মর্জিনা বেগমের বাসার সামনে ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলামের নির্দেশে এসআই (নিঃ) সৈয়দ বায়জিদ ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।
আটককৃত ছিনতাইকারীদের নাম
* মোঃ মোফাজ্জল হোসেন (২২), পিতা-শামসুল হক, গ্রাম-বলরামপুর, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহ। বর্তমানে আরিচপুর মুনসুর আলী রোড, মর্জিনা বেগমের বাড়ির ভাড়াটিয়া, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর।
* মোঃ সাঈদ হাসান (২০), পিতা-মোঃ মোস্তফা, গ্রাম-নাশেরা, থানা-কাপাসিয়া, জেলা-গাজীপুর। বর্তমানে আরিচপুর মুনসুর আলী রোড, মর্জিনা বেগমের বাড়ির ভাড়াটিয়া।
তাদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি রামদা ও ৪টি ক্রিকেট খেলার কাঠের স্ট্যাম্প। এছাড়াও, ৪টি মোটরসাইকেল, ২টি মোটরসাইকেলের ডিজিটাল রেজিস্ট্রেশন নাম্বার প্লেট এবং ১টি মোটরসাইকেলের মাস্টার চাবি উদ্ধার করা হয়েছে।
অভিযানকালে আরও ৩/৪ জন অজ্ঞাতনামা আসামী দৌড়ে পালিয়ে যায়। আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা পালিয়ে যাওয়া আসামীদের মধ্যে একজনের নাম সাঈদ (২২) বলে জানিয়েছে, তবে তার বিস্তারিত ঠিকানা জানাতে পারেনি।
উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর বিবরণ:
১. Suzuki, BGA1-250702 (চেসিস নং-MB8NG4BBLF9100403, ইঞ্জিন নং- MB8NG4BBLF9100403)
২. APACHE RTR (চেসিস নং- MD634KE4XJ2G27640, ইঞ্জিন নং-OE4GJ2828343, রেজিঃ নং-ঢাকা মেট্রোঃ ল-১৮-৪০৫৪)
৩. DISCOVER (চেসিস নং- PSUA15AY9LTY29501, ইঞ্জিন নং- JBXWLG66007)
4. HONDA SHINE-SP-CB-125 (চেসিস নং- PSOJC7290LH-130159, ইঞ্জিন নং- JC72E-G-1030206)
উদ্ধারকৃত চারটি মোটরসাইকেলের আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা। এছাড়াও, দুটি ডিজিটাল মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর প্লেট (ঢাকা মেট্রোঃ হ-৩২-৭৩৪৪ এবং ঢাকা মেট্রোঃ হ-৬৭-৭১৯৬) এবং একটি মোটরসাইকেলের মাস্টার চাবি উদ্ধার করা হয়েছে।
টঙ্গী থানা পুলিশের এই সফল অভিযান নিঃসন্দেহে এলাকার জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে এবং অপরাধ নিয়ন্ত্রণে সহায়ক হবে।

বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি

অনলাইন ডেস্কঃ

অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতের দুর্নীতির প্রতিবাদে আগামী ৮ জুন সারাদেশের জেলা শহরের বিদ্যুৎ অফিসের সামনে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানের ঘোষণা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (৬ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, সারাদেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে মানুষের এখন ভয়াবহ অবস্থা। গ্রামেগঞ্জে ২৪ ঘণ্টায় এখন দুই-এক ঘণ্টা বিদ্যুৎ থাকে।

মফস্বল শহরগুলোতে রাতে ২ ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না। দিনের বেলাতেও পাঁচ-ছয় ঘণ্টা লোডশেডিং থাকে।

রিজভী বলেন, এ পরিস্থিতিতে সরকারের বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির বিষয় তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়া হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধানকে কেন বরখাস্ত করলেন নেতানিয়াহু কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ওসাকা এক্সপো–২০২৫: কৃত্রিম দ্বীপে এ যেন এক টুকরা ফিলিস্তিন জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বশির মোল্লার হাতে নাশকতার নীলনকশা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আসিফ নজরুল রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ, ট্রাফিক কনস্টেবল কারাগারে আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো মায়ের বিয়ের বেনারসি শাড়িতে জয়া আহসান পিআর পদ্ধতি ছাড়া জামায়াত ৪-৫টা আসনও পাবে না: আবু হেনা রাজ্জাকী