ভারতীয়কে আটকের পর বাংলাদেশি যুবককে তুলে নিয়ে যান ভারতীয়রা

ভারতীয়কে আটকের পর বাংলাদেশি যুবককে তুলে নিয়ে যান ভারতীয়রা

লালমনিরহাট জেলা সংবাদদাতাঃ বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেন এলাকার বাসিন্দারা। ক্ষোভে বাংলাদেশি এক যুবককে তুলে নিয়ে যান ভারতীয় নাগরিকরা। পরে পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের নাগরিককে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মোগলহাট সীমান্তে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আমিনুল ইসলাম (৩৯) নামে এক ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয় বাসিন্দারা বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোগলহাট কোম্পানি ক্যাম্পে হস্তান্তর করে। আমিনুল ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার নাগরটারী দরিবাস এলাকার মৃত ফয়জার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্তের কুমারটারী এলাকার ৯২৭ নম্বর মেইন পিলারের তিন নম্বর সাব-পিলারের পাশ দিয়ে ওই ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয়রা তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।

এদিকে ওই ঘটনার ঘণ্টাখানেক পর আটক আমিনুলের ছেলে ক্ষিপ্ত হয়ে ১০-১২ ভারতীয় নাগরিক নিয়ে সীমান্ত এলাকায় জড়ো হয়ে প্রতিবাদ ও চিৎকার করতে থাকে। একপর্যায়ে তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের প্রায় ৫০০ গজ ভেতরে ঢুকে সিরাজুল হক (৩৮) নামে এক বাংলাদেশি নাগরিককে তুলে নিয়ে যায়।

সিরাজুল জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কুমারটারী গ্রামের মৃত জাফর আলীর ছেলে। তিনি ওই সময় গরু চরাচ্ছিলেন।

বিজিবি লালমনিরহাট ১৫ মোগলহাট ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সাঈদুর রহমান এটির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার দিন রাতেই বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবি ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে এবং বিএসএফ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

ছাত্রদলের নেতাকর্মীদের ওপর শিবিরের হামলার অভিযোগ, আহত ৫

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ইসলামী ছাত্রশিবির হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ছাত্রদলের এক কর্মীকে মারধরের সূত্র ধরে এ হামলার ঘটনা ঘটে।

ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কলেজে যান সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছাত্রদল কর্মী আশরাফ উদ্দিন। কলেজ প্রাঙ্গণে ছাত্রশিবিরের নেতাকর্মীরা এসে আশরাফের গতিরোধ করেন। মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেন। বিকাল ৩টার দিকে মারধরের বিষয়ে লিখিত অভিযোগ নিয়ে ছাত্রদলের ১০ নেতাকর্মী কলেজের অধ্যক্ষের কাছে যান। অভিযোগ দিয়ে বের হওয়ার সময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের ওপরও হামলা চালান।

এ বিষয়ে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সাফরাশ নুরী সিজ্জি বলেন, ‘ছাত্রশিবিরের নেতাকর্মীরা ধারালো অস্ত্র, লোহার রড, লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করেন। দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। এ ছাড়া লোহার রডের আঘাতে আমাদের আরও চার নেতা আহত হন। তারা হলেন যুগ্ম আহ্বায়ক সাইফুল করিম, শরীফুল ইসলাম, নাঈম ভূঁইয়া ও সদস্য শোয়াইবুল ইসলাম। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মারধরে নেতৃত্ব দিয়েছেন ছাত্রশিবির চট্টগ্রাম নগরের (উত্তর) নেতাকর্মীরা।’

তবে ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম কলেজ শাখা কমিটি এখনও প্রকাশ্যে আসেনি। ছাত্রদলের অভিযোগের বিষয়ে ছাত্রশিবির চট্টগ্রাম নগরের উত্তরের সভাপতি ফখরুল ইসলাম ঢাকায় আছেন বলে জানান। ওই কমিটির সাধারণ সম্পাদক তানজীর হোসেন বলেন, ‘বহিরাগত কিছু ব্যক্তি কলেজের বাইরে ঝামেলা করেছিল বলে খবর পেয়েছি। তবে হামলার সঙ্গে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই।’

নগরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে বলে শুনেছি। এতে কয়েকজন আহত হয়েছেন। ঘটনা কেন ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা