জুলাই সনদ ঘোষণা ও গণহত্যার বিচারের দাবিতে ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডেস্ক রিপোর্ট :

আজ বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুলাই সনদ ঘোষণা ও গণহত্যার বিচারের দাবিতে ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি এইচ এম শাহাব উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।

কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি সাইফুদ্দিন আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট শাইখুল ইসলাম, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ইসমাইল।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান ত্বহা, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি মোহিব আজিজ, ঢাকা মহানগর দক্ষিণ অফিস সম্পাদক শাহজাহান সৈকত, ঢাকা মহানগর উত্তর বাইতুলমাল সম্পাদক আবরার মাজহারি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম তুহিন, সামিউল হাসান রনি, আশফাক নূর প্রমুখ।

আওয়ামী লীগের দোসররাই নির্বাচন পেঁছানোর ষড়যন্ত্র করছে: রিজভী

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ১৬ বছরের আন্দোলনের পটভূমি ’২৪ এর জুলাই, এমনটাই মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তার মতে, গত ১৬ বছরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের জন্য মাঠ প্রস্তুত হয়, তখন যে পটভূমি রচিত হয়েছিল সেই পটভূমির ওপর জুলাই আন্দোলন বিজয় লাভ করেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদানের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের দোসররাই নির্বাচন পেঁছানোর ষড়যন্ত্র করছে। একটি পক্ষ যখন বিএনপিকে নিয়ে অপপ্রচার ও কুৎসা রটাতে ব্যস্ত, তখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলাই শহীদ ও আহতদের পাশে দাঁড়াচ্ছে নেতাকর্মীরা।

তারই ধারাবাহিকতায় জুলাই আন্দোলনে নিহত কুড়িগ্রামের ১০ পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেয়ার কথা জানান বিএনপির এ নেতা।

তিনি আরও বলেছেন, দুয়েকটি ইসলামী দল জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করার সুযোগ পেয়েছে।ইসলামের জন্য কারও অনুভূতি থাকলে সেটা বিএনপির। ইউটিউব, বিভিন্ন গণমাধ্যমে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আজেবাজে কনটেন্ট ছড়ানো হচ্ছে তা আমরা কিন্তু জানি। আমরা নেতাকর্মীদের বলেছি, কোনও উসকানিতে পা দিবেন না।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান