নেত্রকোনায় বাবরকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

নেত্রকোনায় বাবরকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

নেত্রকোনা সংবাদদাতা:

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে নেত্রকোনা শহরের বড় বাজার শাহী মসজিদের সামনের সড়কে সচেতন আলেম ও সাধারণ ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করে এনসিপিকে হুঁশিয়ারি প্রদান করে। ঘণ্টাব্যাপী চলা মানবন্ধনে স্থানীয় ব্যবসায়ী জেলা যুবদল খেলাফত আন্দোলনসহ সাধারণ ছাত্র ও পৌর নাগরিকরা এ কর্মসূচিতে অংশ নেন। গত ২৭ জুলাই এনসিপির পদযাত্রা সমাবেশে উদ্দেশে প্রণোদিতভাবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে বিরূপ মন্তব্যসহ কটূক্তি করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। যে মামলাটির নিষ্পত্তি হয়ে গেছে সেই মামলার কথা উল্লেখ করে আদালতকে অবমাননা করেছে। বাবর ভাই এই অঞ্চলের জনমানুষের নেতা। তিনি যেভাবে ফ্যাসিবাদের জুলুম নির্যাতন সহ্য করেছেন তা আর কেউ করেনি।

উপস্থিত বক্তারা আরও বলেন দ্রুত সময়ের মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারীকে তার বক্তব্য প্রত্যাহার করে জনতার কাছে ক্ষমা চাইতে হবে। না হলে বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা দফায় দফায় কর্মসূচি পালন করবেন। তারা আরও বলেন বিগত ১৭ পর বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ লুৎফুজ্জামান বাবরকে নির্যাতন করে যে রক্ত ঝরিয়েছেন সে রক্ত এনসিবির নেতাকর্মীদের শরীরেও নেই। তাই বিএনপি নেতাকর্মীদের নিয়ে বক্তব্য দেয়ার আগে ভেবে চিন্তে বক্তব্য দেয়ার আহ্বান জানান বিক্ষুব্ধরা। এদিকে খেলাফত আন্দোলনের আলেমরা বলেন লুৎফুজ্জামান বাবর কোন একটি দলের নেতা নয়। তিনি এই অঞ্চলের ভাটি বাংলার মানুষের নেতা। বিরূপ মন্তব্যের জন্য দ্রুত ক্ষমা চাইতে হবে অন্যথায় ময়মনসিংহের আলেমসমাজ এনসিপির বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে।

মানববন্ধনে খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু জেলা যুব দলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা মাজহারুল ইসলাম জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা আতাউর রহমান ওলামা দলের নেতা হাফেজ মিসবাহুদ্দিন তালুকদার, খেলাফত যুব আন্দোলনের সভাপতি মুফতি মুসা শেখ, খেলাফত মজলিস নেতা, মুফতি আব্দুল্লাহ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহরুল আলম রাজু, খেলাফত আন্দোলন নেতা মাওলানা জাকির হোসেন ছাত্রনেতা মাওলানা বীন ইয়ামিন মাওলানা আবরার ফাহাদ মাওলানা মোতালিব খান হাফেজ সাইফুল্লাহ প্রমুখ।

সখিপুরে ১১ কেজি গাঁজাসহ আটক ২ জন

শাহীন আহমেদভে দরগঞ্জ প্রতিনিধিঃ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় ১১ কেজি গাঁজাসহ মনির হোসেন (৩০) ও নুরে আলম (২০) নামে দুই যুবক কে আটক করেছে সখিপুর থানা পুলিশ। ( ১৫ এপ্রিল )রাত. ১০ টার দিকে এস আই আতিয়ার ও সঙ্গীয় ফোর্সসহ সখিপুর থানা এলাকায় রাত্রি কালিন রনপাহাড়া ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানার এস আই আতিয়ার ও সঙ্গীয় ফোর্সসহ
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনা যাওয়ার দিদার পরিবহন থেকে সখিপুর থানাধীন ডিএমখালি মোসলমান কান্দি এলাকা হতে তাদের কে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন কুমিল্লা জেলার ও থানার মধ্য বিজয়পুরের শফিক মিয়ার ছেলে মনির হোসেন (৩০) ও দক্ষিণ কুমিল্লা সদর রাজাপাড়া ( পৌরসভার ১৯ নং ওয়ার্ডের) বজলু রহমানের ছেলে নুরে আলম (২০)

এসময় আটককৃত ব্যক্তিরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিদার পরিবহন করে যাচ্ছিল খুলনা শহরে
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি ইউনিয়নের মোসলমান কান্দিতে আসলে সখিপুর থানা পুলিশ তাদেরকে আটক করে। তাদের কাছ থেকে ১১ কেজি গাজা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ২০ হাজার টাকা.।

এবং সখিপুর থানার একটি মাদকদ্রব্য গাজা ক্রয়- বিক্রয় আইন ২০১৮. ৩৬(১) টেবিল ১৯(খ)৪১ মামলা রুজু হয়। এবং সখিপুর থানার মামলা নং- ১৭,
১৫/০৪/২০২৩ইং

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার দৈনিক সবুজ বাংলাদেশ কে জানান, গোপন সংবাদ আসে চট্টগ্রাম থেকে দিদার পরিবহন করে কিছু
গাজা যাবে খুলনাতে সখিপুর থানা হয়ে। সেই সংবাদ এর ভিত্তিতে সখিপুর থানাধীন ডিএমখালি মোসলমান কান্দিতে দিদার পরিবহন টি আসলে বাসটি থামানোর ইসারা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা
নেমে পালানোর চেষ্টা করলে, এস আই আতিয়ার ও সঙ্গীয় ফোর্সসহ তাদের দুই জন কে আটক করে, এবং তাদের কাছ থেকে ১টি ব্যাগে ৬ টি প্যাকেটে ১১ কেজি গাজা পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ২০ হাজার টাকা। আটককৃত ব্যক্তিরা দীর্ঘ দিন ধরে মাদকব্যবসা করে আসছিলো। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করে। এবং সখিপুর থানার মামলা নং -১৭ এবং ৩৬(১)টেবিল ১৯(খ)ধারায় অপরাধ করিয়াছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ পস্তুুত করে আদালতে সোপার্দ করা হয়েছে তবে আমাদের এধরনের মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরও দেড় হাজারের বেশি আবেদন সতর্ক মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের