পিরোজপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

পিরোজপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

পিরোজপুর সংবাদদাতা:

পিরোজপুরের নেছারাবাদে পরকীয়া প্রেমিকের পাঠানো আপত্তিকর ভিডিও স্বামীর মোবাইলে পৌঁছানোর পর মোসা. আইমিন (২৮) নামের এক গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ বিন্না গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আক্তারুননাহার কন্যা এবং রাজু মাঝির স্ত্রী।

জানা যায়, নিহত আইমিনের প্রতিবেশী এক ছেলের সাথে পরকীয়া সম্পর্ক ছিল। সম্প্রতি ওই প্রেমিক তাদের অন্তরঙ্গ মুহূর্তের একটি আপত্তিকর ভিডিও আইমিনের স্বামীর মোবাইলে পাঠিয়ে দেয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোডের ভয় দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করেন। নিহতর স্বামী ১০ হাজার টাকা জোগাড় করে তাকে দেয়। এতে পারিবারিক অশান্তি ও মানসিক চাপে পড়ে আইমিন। এ ঘটনার রেশ ধরে গলায় দড়ি দিতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহতর মা আক্তারুননাহার জানান আমার মেয়ে এবং মেয়ে জামাই দুজনেই ঢাকা থাকতেন। কিছুদিন আগে মোবাইলে ধারণকৃত একটি ভিডিও নিয়ে দুজনার সাথে ঝগড়া বাধে। এ বিষয় নিয়ে কয়েকদিন আগে আমার মেয়ে বাড়িতে চলে আসে। মেয়ে জামাই গত রাতে বাড়িতে আসলে তাদের মধ্যে ঝগড়া বাধে। সেই ঝগড়ার রেশ ধরেই হয়তোবা আমার মেয়ে গলায় ফাঁস দিতে পারে অথবা কেউ মেরে ঝুলিয়ে রাখতে পারে। আমি আমার মেয়ের সঠিক তদন্ত করে আইনের কাছে বিচার চাই।

ইউপি সদস্য মো. বাবুল হোসেন বলেন, নিহতর স্বামী রাজু মাঝির সাথে কিছুদিন আগে ওই মহিলার বিবাহ বিচ্ছেদ হয়েছিল। তারা উভয়ে পুনরায় তারা বিবাহ করেছে। শুনেছি নিহত আইমিনের সাথে তার চাচাতো ভাইয়ের পরকীয়ার সম্পর্ক নিয়ে দাম্পত্য কলহ চলছিল। এই বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। কি কারনে মারা গেছে আমি বুঝে উঠতে পারছি না। নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন জানান, ঘটনার খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে আগামীদিন (৩ আগস্ট) সকালে পাঠানো হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

৩ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা

৩ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা

শরীয়তপুর সংবাদদাতা:

শরীয়তপুরে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ৩ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ ও পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাকের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৭টায় সদর উপজেলার প্রেমতলার মোড়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে পলিথিনগুলো জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিন। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল নোমান।

স্থানীয় পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারের আদেশ অমান্য করে শরীয়তপুর সদর উপজেলায় নিষিদ্ধ পলিথিন দীর্ঘদিন ধরে পরিবহন করে আসছিল একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৭টার দিকে প্রেমতলা মোড়ে যৌথ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর ও সদর উপজেলা প্রশাসন। এ সময় দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ৩ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দসহ পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাকের মালিককে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬-ক ধারা লঙ্ঘনের দায়ে এক লাখ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক রসেল রোমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল প্রেমতলা মোড়ে যৌথ অভিযান চালিয়ে ৩ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। ট্রাকের মালিককে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬-ক ধারা লঙ্ঘনের দায়ে এক লাখ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করেন। এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম