সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন

জেলা প্রতিনিধি:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের জ্যেষ্ঠ ও নবীন সাংবাদিকরা।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। একইসাথে তারা দেশে মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জোর দাবি জানান।

সোনারগাঁয়ে স্কুল ছাত্রের উপর হামলা ,আটক-১

স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মোস্তাকিম রাব্বি (১৮) নামে এক স্কুল ছাত্রের উপর হামলা চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

গত শনিবার (২৭ মে,২০২৩) দুপরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকায় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ’-এর সামনে এ ঘটনা ঘটে । এ ঘটনায় সিয়াম ( ২০), শেখ আসাদ (২২), মারুফ (২১) , হৃদয় সহ অজ্ঞাত আরো ৫/৮ জনকে আসামি করে বাদী হয়ে আহত মোস্তাকিম রাব্বি সোনারগাঁ থানায় একটি লিখত অভিযোগ দায়ের করে। পরে শেখ আসাদ নামে একজনকে আটক করে পুলিশ।

এ বিষয়ে সোনারগাঁ থানার এসআই ইমরান বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে অন্যদেরকে অতি শীঘ্রই গ্রেফতার করা হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান