কুষ্টিয়ায় সন্ত্রাসী হামলায় সাংবাদিক ফিরোজ আহত

কুষ্টিয়ায় সন্ত্রাসী হামলায় সাংবাদিক ফিরোজ আহত

কুষ্টিয়া সংবাদদাতা:

পূর্ব বিরোধের জেরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার বিজিবি সেক্টরের সামনে এ ঘটনা ঘটে। ফিরোজ স্থানীয় পত্রিকার দৈনিক আজকের সূত্রপাতের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় মসজিদে ফজরের নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হন ফিরোজ আহমেদ। এ সময় মিলন নামে এক ব্যক্তি কয়েকজন সহযোগী মিলে তার পথরোধ করে তাকে হাতুড়িপেটা করে। এ সময় ইট দিয়ে থেতলে দেওয়া হয় তার শরীর। পরে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নেওয়া হয় কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালে। চিকিৎসক জানিয়েছেন, তার শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।

মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান রিমন জানান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের ওপর বর্বর হামলা চালানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিন তিনি। এ ব্যাপারে মিরপুর থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

বুড়িচং প্রেসক্লাবের সাথে মালদ্বীপ বাংলা প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বুড়িচং উপজেলা প্রতিনিধি (কুমিল্লা):

কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মালদ্বীপ বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত । মঙ্গলবার (১৭ জুন) সকালে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে এ  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুড়িচং প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়াদিগন্তর  বুড়িচং প্রতিনিধি কাজী খোরশেদ আলম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন মালদ্বীপ বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম।

বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার বুড়িচং প্রতিনিধি জহিরুল হক বাবুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বুড়িচং প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিনের  বুড়িচং প্রতিনিধি মো. মোসলেহ উদ্দীন, সিনিয়র সহ- সভাপতি ও দৈনিক আমার সংবাদ এবং দৈনিক কুমিল্লার কাগজের বুড়িচং প্রতিনিধি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিনিদের সংবাদ  জেলা প্রতিনিধি মারুফ আহমেদ কল্প, সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের  বুড়িচং প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক কুমিল্লা প্রতিদিনের প্রকাশক জাতীয় দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকা কুমিল্লা জেলা প্রতিনিধি মুহা.শরীফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচারের  জেলা প্রতিনিধি মোহাম্মদ শাফি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক জবাবদিহির বুড়িচং প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক দৈনিক মুক্ত খবরের বুড়িচং প্রতিনিধি ফয়েজ আহমদ, সাহিত্য প্রকাশনা সম্পাদক দৈনিক ভোরের কথার  বুড়িচং প্রতিনিধি আলমগীর হোসেন মোল্লা, সদস্য তাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মালদ্বীপ বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান কালাম।

মতবিনিময় সভার শুরুতে মালদ্বীপ বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলমকে বুড়িচং প্রেসক্লাব এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আগামী দিনগুলোতে মালদ্বীপ বাংলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বুড়িচং প্রেস ক্লাবের সাংবাদিকদের সম্পর্ক আরও সু-দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সব শেষে মালদ্বীপ বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম বুড়িচং প্রেসক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন‌ এবং বুড়িচং প্রেসক্লাবের নতুন হলরুমের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান