ফানুস উড়ানো নিষিদ্ধ ঘোষণা

ফানুস উড়ানো নিষিদ্ধ ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীতে একদিনের জন্য ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতার ভিত্তিতে ১৪ আগস্ট রাত ১১টা থেকে ১৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগরীর যেকোনো এলাকায় ফানুস উড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

ডিএমপি নগরবাসীকে এ নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ৯.৩ ডিগ্রিতে

স্টাফ রিপোর্টার: 

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা ক্রমান্বয়ে নামছে। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যায় শীত বেশি অনুভূত হচ্ছে। ফলে স্থবিরতা দেখা দিয়েছে জনজীবনে। বিশেষ করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন।

ঘন কুয়াশা ও তীব্র ঠাণ্ডা থাকায় কাজের জন্য তারা বাইরে বের হতে পারছেন না। ফলে আয় কমেছে তাদের।

গতকাল তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শীতের কারণে আবহাওয়ার কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা ক্রমান্বয়ে নামছে। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যায় শীত বেশি অনুভূত হচ্ছে। ফলে স্থবিরতা দেখা দিয়েছে জনজীবনে। বিশেষ করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন।

ঘন কুয়াশা ও তীব্র ঠাণ্ডা থাকায় কাজের জন্য তারা বাইরে বের হতে পারছেন না। ফলে আয় কমেছে তাদের।

আজ বুধবার সকাল ৬ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল সোমবার ৯ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছিল। সামনের দিকে যত যাবে তাপমাত্রা আরো কমবে।

সবা:স:জু-  ৪৮৩/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন