বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল অভিযান চালায়। এই সময় অভিনব কৌশলে ভারতীয় শাড়ি ও কসমেটিকস পাচারের চেষ্টা করা হলে ৪৫০ পিস ভারতীয় শাড়ি এবং ৫০০ পিস পন্ডস ফেসওয়াশ জব্দ করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য ২৪লাখ টাকা।

অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে সটকে পড়ে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’এর অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান প্রতিনিধি কে জানান, “শেরপুর সীমান্তএলাকায় যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদাই সতর্ক রয়েছে।দিবারাত ২৪ ঘণ্টাই দায়িত্ব পালন করা হচ্ছে। মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

ভূয়া মেজর অভিযানের নামে টাকা লুট, গ্রেফতার ৪

মোহাম্মদ মাসুদ:

চট্টগ্রামের কর্ণফুলীতে সেনাবাহিনীতে কর্মরত এক সার্জেন্ট ভুয়া মেজর পরিচয়ে যৌথ বাহিনীর অভিযানের নামে এক মাদরাসায় বিদেশি মুদ্রাসহ প্রায় ৫ লাখ টাকা লুট/ ডাকাতি করতে গিয়ে এক সার্জেন্টসহ ৪ জন আটক হয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে কর্ণফুলীর উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকায় আলত্বাফিয়া ইয়াছিনিয়া আল এজাজ ইন্টারন্যাশাল ও এতিমখানায় মসজিদ ও দরবারে সোয়াদিকীনে এ ঘটনা ঘটে।

গতরাত ১১ টার দিকে কর্ণফুলী থানাধীন খোয়াজনগর এলাকায় আলত্বাফিয়া ইয়াছিনিয়া আল এজাজ ইন্টারন্যাশাল ও এতিমখানায় যৌথ বাহিনীর গোয়েন্দা পরিচয়ে ৯ জন লোক প্রবেশ করেন। তারা তল্লাশীর নামে এতিমখানার লোকজনকে অবরুদ্ধ করে নগদ ৩ তিন লক্ষ টাকা ও ৬ হাজার দেরহাম ও রিয়ালসহ প্রায় ৫ লাখ টাকা লুন্ঠন করেন।

গ্রেফতারকৃতরা ব্যক্তিরা হলেন-বিদুৎ দেব নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। বাঁশখালী উপজেলার মাষ্টারপাড়ার নাপোড়া গ্রামের বিধান দেবের ছেলে বিদ্যুৎ দেব (৩৫)।
শরীষা বাড়ী জেলার পৌরসভার বলারদীয়ার গ্রামের আজহারুল ইসলামের ছেলে মো. সোহেল আনোয়ার (৪০)। বর্তমানে সে সেনাবাহিনীর সার্জেন্ট পদে বায়েজিদ সেনানিবাসে কর্মরত।

কক্সবাজার পেকুয়া উপজেলার মেহেরনামা গ্রামের মৃত জামাল হোসেন এর ছেলে মো. শফিকুল ইসলাম (৪৮) যিনি নিজেকে এক্স মেজর পরিচয় দেন ও চট্টগ্রাম ভূজপুর থানার পোদ্দারপাড়া গ্রামের দুলাল বাবুর ছেলে সুমন কান্তি দে (৪০)। পেশায় সে ড্রাইভার।

পরে মাইক্রো বাস যোগে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দহে হওয়ায় মাইক্রোবাস (চট্টমেট্রো-চ-১১-৬৮৯০) চালকসহ ৪ জনকে আটক করে গণধোলাই দেন। এরমধ্যে ৫ জন ডাকাত পালিয়ে যায়। পরে পুলিশের টহল টিম ও সেনাবাহিনীর টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃতদের হেফাজতে নেয়।

এ ঘটনায় সেনাবাহিনীর লোকজন পুরো ঘটনাটি তদন্তে পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই শেষে নিশ্চিত হন, সোহেল আনোয়ার (ব্যক্তিগত নং-৪৫০২৬২২) সেনাবাহিনীর সার্জেন্ট পদে আর্মি সিকিউরিটি ইউনিট চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত বলে জানতে পারেন। পরে যথাযথ নিয়ম মেনে ক্যাপ্টেন মো. তাসলিম উল হাসান এর নিকট তাঁকে হস্তান্তর করা হয়।

এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মো. জহির হোসেন বলেন, ‘আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আল এজাজ ইন্টারন্যাশাল ও এতিমখানার পরিচালক মো. এজাজুর রহমান।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন