ইবিতে নিয়োগের টাইপটেস্ট গ্রহণ স্থগিত

 

ইবি প্রতিনিধি।
ইমলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) “অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট” পদে নিয়োগের অনুষ্ঠিতব্য টাইপটেস্ট গ্রহণ স্থগিত করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। চাকুরিপ্রতাশিদের দাবি বিভিন্ন রাজনৈতিক কারণে ও উপস্থিতিদের হট্টগোলে এই নিয়োগ স্থগিত করা হয়েছে।

জানা যায়, বুধবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ আলী বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিতব্য টাইপটেস্ট হওয়ার কথা ছিল। এ নিয়ে সেখানে সকাল থেকেই চাকুরি প্রত্যাশিদের উপস্থিতি বাড়তে থাকে। তবে প্রশাসন কর্তৃক সকল আয়োজন করা হলেও বিল্ডিংয়ের ভেতরে ঢুকতে মানা করে একদল শিক্ষার্থী। সেসময় ভেতরে থাকা দুই একজনের ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে টাইপটেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক অংশগ্রহণকারী জানান, সকাল থেকেই ভেতরের প্রবেশ দাঁড়ে উপস্থিত ছিল রাজনৈতিক কর্মীরা। তারপরো তাদের নজরের বাহিরে দিয়ে ভবনের মধ্যে প্রবেশ করে টাইপটেস্ট গ্রহণের কক্ষটির কাছে পৌঁছাতে বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পরীক্ষায় অংশগ্রহণকারীদের উপস্থিতি বাড়তে থাকলে উপস্থিততিদের হট্টগোল শুরু করে ও ধাক্কা মেরে বের করে দেয় পরীক্ষায় অংশগ্রহণকারীদের। ততক্ষণ পর্যন্ত টাইপটেস্ট পরীক্ষার কক্ষটি তালাবদ্ধ ছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে বিশ্ববিদ্যালয়ের সকলের সদয় অবগতির জন্য বিকেলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। তাতে অনিবার্য কারণে টাইপটেস্ট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন

জেলা প্রতিনিধি:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের জ্যেষ্ঠ ও নবীন সাংবাদিকরা।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। একইসাথে তারা দেশে মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জোর দাবি জানান।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান