জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি

ডেস্ক রিপোর্ট :

সোমবার (২০ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে  এসপি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসপি এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।পুলিশি সেবা নিতে আর দীর্ঘ পথ পাড়ি দিতে হয় না মৌলভীবাজারের সাধারণ মানুষকে। এখন থেকে নিজ থানায় বসেই ভিডিওকলে সরাসরি পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলে জানানো যাচ্ছে অভিযোগ। মৌলভীবাজার জেলা পুলিশের নতুন এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে  এসপি।এর‌ আগে প্রায় দেড়মাস পরীক্ষামূলকভাবে সাত থানায় চালু ছিল এই সেবা। সেবাটি শুধু সাধারণ নাগরিকদেরই নয়, থানার পুলিশ সদস্যরাও ভিডিও কলে এসপির সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিজ নিজ সমস্যার কথা জানাতে পারবেন।কথা বলে সরাসরি, নিজের সমস্যার সমাধান করি স্লোগানকে সামনে রেখে জেলার সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছে  দিতে এই ডিজিটাল সেবা চালু করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। উদ্যোগটির ফলে জেলা সদর পর্যন্ত ছুটে আসার ঝামেলা কমেছে। সময় ও খরচ দুটোই বেঁচে যাচ্ছে মানুষের।

জেলার সাতটি থানায় স্থাপন করা হয়েছে বিশেষ  এসপি ডেস্ক, যেখানে ভিডিও কলে সরাসরি পুলিশ সুপারের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন নাগরিকরা। প্রতিটি ডেস্কে দায়িত্ব পালন করছেন একজন নারী ও পুরুষ অপারেটর। তারা সাধারণ মানুষকে সহায়তা করছেন অভিযোগ জানাতে ও সমস্যার সমাধান পেতে। এই সেবার মাধ্যমে থানায় প্রাপ্ত তথ্য সরাসরি পৌছে যাচ্ছে এসপি অফিসে। ফলে অভিযোগের দ্রুত তদন্ত, তদারকি ও সমাধান নিশ্চিত করা সম্ভব হচ্ছে তাৎক্ষণিকভাবে।

জেলা পুলিশ জানিয়েছে,আপনার এসপি চালু হওয়ার পর থেকেই মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও সহজ হয়েছে। থানায় প্রাপ্ত যে কোনো অভিযোগ বা আবেদন সরাসরি মনিটর করছেন পুলিশ সুপার। এর ফলে সেবার মান বেড়েছে এবং নাগরিকদের আস্থা আরও মজবুত হয়েছে। পাশাপাশি বন্ধ হবে থানার দালালদের দৌরাত্ম্য।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তথ্য চলে যাচ্ছে এসপি অফিসে। স্যার নিজেই বিষয়গুলো মনিটর করছেন এবং দ্রুত ব্যবস্থা নিচ্ছেন। এই সেবা চালু হওয়ার ফলে আমরা খুব অল্প সময়েই মানুষের সমস্যা জানতে ও সমাধান দিতে পারছি। জনগণও এতে খুব সন্তুষ্ট। কুলাউড়া থানায় সেবা নিতে আসা রহিমা বেগম বলেন,  আগে ছোট সমস্যার জন্যও এসপি অফিসে যেতে হতো। এখন থানাতেই জানানো যাচ্ছে, দ্রুত সমাধানও পাচ্ছি। এতে সময় ও ভোগান্তি বাঁচছে।এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের লক্ষ্য জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া। আপনার এসপি  প্ল্যাটফর্মের মাধ্যমে এখন মানুষ সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারছে। আমরাও তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারছি। এটা পুলিশ ও জনগণের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে।

সাবেক এমপি সোলাইমান সেলিম ফের ৩ দিনের রিমান্ডে

সাবেক এমপি সোলাইমান সেলিম ফের ৩ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর লালবাগের আজিমপুর এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মো. সোলাইমান সেলিমের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১১ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াকের আদালত এ আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন ও আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।

এর আগে ১৩ নভেম্বর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলায়মান সেলিমকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোসহ রিমান্ডে নেওয়া হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম