
আলাউদ্দিন কবির, রংপুর প্রতিনিধিঃ
ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রাকে স্বচক্ষে দেখতে এবং তৃণমূল পর্যায়ে এর প্রভাব পর্যবেক্ষণ করতে সম্প্রতি রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত মি. জ্যঁ-মার্ক সেরে-শারলে এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি মি. স্টেফান লিলার।
পরিদর্শনকালে তাদের সঙ্গে ছিলেন ইউএনডিপি বাংলাদেশের সেকেন্ড ম্যান সোনালী দয়া রত্না এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ইউএনডিপি প্রতিনিধি দলের সদস্য এ কে এম সোহেল।
ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রম ঘুরে দেখেন এবং এর মাধ্যমে স্থানীয় জনসাধারণ কীভাবে সেবা পাচ্ছেন, সে বিষয়ে অবগত হন অতিথিরা। এসময় আয়োজিত এক অনুষ্ঠানে রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি ডিজিটাল সেন্টারের ভূমিকা এবং স্থানীয় প্রশাসনে এর গুরুত্ব তুলে ধরেন।
এছাড়াও পরিদর্শনে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দুলাল হোসেন, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এবং সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ মাসুদ রানা।ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অতিথিদের জন্য নান্দনিক আয়োজন করা হয়েছিল, যা দেখে ফরাসি রাষ্ট্রদূত ও ইউএনডিপি প্রতিনিধিসহ অন্যান্য অতিথিরা মুগ্ধ হন। তারা ডিজিটাল সেবার মাধ্যমে গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে ইউডিসির ভূমিকার প্রশংসা করেন। এই পরিদর্শন তৃণমূল পর্যায়ে ডিজিটাল সেবা প্রসারে আন্তর্জাতিক মহলের আগ্রহের প্রতিফলন ঘটায়।






