তারাকান্দায় আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

ময়মনসিংহের তারাকান্দায় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভার ৩ মার্চ বৃহস্পতিবার তারাকান্দা প্রেসক্লাবের অস্থায়ী কার্য়লয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নয়ন। বিশেষ অতিথি ছিলেন, তারাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি রফিক বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন, তারাকান্দা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি সাগর তালুকদার, দৈনিক আমাদের সময় প্রতিনিধি নাজমুল হক,দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি শামিম হোসাইন, দৈনিক আমার বার্তা প্রতিনিধি শাকিল আহমেদ লিখনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমূখ।

প্রধান অতিথি আমার সংবাদ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। তিনি বক্তব্যে বলেন সাংবাদিকবৃন্দরা হলো সমাজের দর্পন। তাদের লিখনির মাধ্যমে সমাজের অবহেলিত অনেক কিছু উঠে আসে ও উন্নয়নে ভূমিকা রয়েছে।

খৈলকুড়া গ্রামের নতুন উদ্যোক্তা খামারি সার্জেন্ট জনাব মো: মনিরুজ্জামান মানিক

খৈলকুড়া গ্রামের নতুন উদ্যোক্তা খামারি সার্জেন্ট জনাব মো: মনিরুজ্জামান মানিক

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া গ্রামের খামারি সার্জেন্ট জনাব মো: মনিরুজ্জামান মানিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য।

খামারে সরেজমিন দেখা যায়, দুই শ্রমিককে নিয়ে গরুকে গোসল করানো, ঘাস কাটা, খাবার দেয়া, দুধ দহন কাজে ব্যস্ত মনিরুজ্জামান মানিক । খামার পরিচর্যায় তিনিও বেশ ব্যস্ত। তাদের গরুগুলোই যেন সবকিছু। শুধু তাই নয়,মনিরুজ্জামান মানিক খামারের পাশেই তার নিজস্ব দোকান মনোরম পরিবেশে মেসার্স জারিফ এন্টারপ্রাইজে গবাদিপশুর খাদ্য সামগ্রী পাইকারি ও খুচরা সুলভ মূল্যে বিক্রিয় করে থাকেন।

রেখেছেন দুই জন শ্রমিক নাম আব্দুল আজিজ ও লিখন মিয়া তাদের প্রতিমাসে বেতন দিতে হয়। তিনি জানান, সব খরচ বাদ দিয়ে প্রতিমাসে এখন গড় আয় হয় ৫০-৬০ হাজার টাকা। খামারটি এলাকার আদর্শ খামার হিসেবে পরিচিতি পেয়েছে।

তিনি আরও বলেন বর্তমানে খামারে শাহীওয়াল, ফ্রিজিয়ান, ক্রস জাতের ১১ টি গরু আছে।সব মিলিয়ে ১৫ থেকে ২০ লাখ টাকার গরু আছে খামারে এছাড়া গাভী থেকে প্রতিদিন ৬০-৭০ লিটার দুধ পাওয়া যায় যা দিয়ে পরিবার সহ স্থানীয় চাহিদা পুরন হয়।

সরেজমিনে দেখা যায়, সার্জেন্ট জনাব মো:মনিরুজ্জামান মানিক (অবসরপ্রাপ্ত) খামারে সেমিপাকা ঘর এবং ছাউনিতে ব্যবহার করা হয়েছে টিন। ঘাসের চাহিদা মেটাতে সামান্য জমিতে নেপিয়ার ঘাস চাষ করা হয়েছে। জমিতে উৎপাদিত ধানের খড় থেকে বছরে কয়েক মাস চাহিদা পূরণ করা হয়। তবে বাকী সময়ের জন্য বিভিন্ন এলাকা থেকে খড় কিনতে হয়। খামারের গরু নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাও দেওয়া হয়ে থাকে।

তিনি আরো বলেন, ‘আমি মনে করি কোন পরিবার যদি ঋণমুক্ত থাকে, তাহলে তাকে দারিদ্র বিমোচনের প্রথম ধাপ হিসেবে গণনা করা যায়। সেক্ষেত্রে প্রধান ভূমিকা হবে গবাদিপশু লালনপালন করা। এখন একটাই স্বপ্ন, নিজের পাশাপাশি গ্রামের মানুষের দারিদ্র্য বিমোচনে সহায়তা করা এবং তাদের আত্মনির্ভরশীল করে তোলা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জাতীয় নিরাপদ সড়ক দিবসে সড়ক নিরাপত্তা আইন দ্রুত প্রণয়নের দাবি তরুণদের মায়ামিতে লা লিগা যে কারণে বার্সেলোনার ম্যাচ বাতিল করলাে ট্রাইব্যুনাল থেকে ১৫ সেনা কর্মকর্তাকে পাঠানো হলো সাবজেলে খুলনার নদ–নদী থেকে এক বছরে ৫০ লাশ উদ্ধার হাজির করা হলো সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প