আওয়ামী লীগ কখনো স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না’

আওয়ামী লীগ কখনো স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন বিভাগের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। আপনাদের কাছে পক্ষপাতিত্ব কথা মনে হতে পারে তারপরও বলছি, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। ঢাকার কথায় বাংলাদেশ উঠে-বসে। ঢাকার কথায় পরিবর্তন আসে, ঢাকার কথায় নতুনত্ব আসে। আমি মনে করছি; আপনারা মতবিনিময় সভা থেকে এমন প্রতিজ্ঞা নিয়ে যাবেন যে, বাংলাদেশে রাজনীতিতে আগামী দিনে যে পরিবর্তন আসবে সেই লক্ষ্যে কাজ করতে হবে। কারণ অনির্বাচিত ক্ষমতাসীনরা মুখে বলে তারা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের পক্ষের শক্তি। অথচ তারাই করেছে একদলীয় বাকশাল। তারা যে মডেল তৈরি করেছে যেখানে কাউকে কথা বলতে দেয় না। তাহলে কীভাবে তারা স্বাধীনতার পক্ষের শক্তি হল সেই প্রশ্ন কি আমরা আজকে করতে পারি না।’

বৃহস্পতিবার (২ মার্চ) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মঈন খান।

তিনি বলেন, ‘পথে ঘাটে আমরা যখন কথা বলার সুযোগ পাব তখনেই বলব-আওয়ামী লীগ কখনো স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না। ৭১ সালে তাদের কী ভূমিকা ছিল? সেই ২৫ মার্চের কালো রাত্রে যখন হায়েনার মতো পাকিস্তান বাহিনী ঝাপিয়ে পড়েছিল তাদের ভুমিকা কী ছিল? তাদের ভূমিকা ছিল একটি পলায়ন রাজনৈতিক দলের ভূমিকা। তারা পালিয়ে গিয়েছিল। কাপুরুষের মতো সীমানা টপকে অন্য জায়গায় আশ্রয় নিয়েছিল। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বুক ফুলিয়ে দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি পাকিস্তানিদের ভয় পাননি।’

মঈন খান বলেন, ‘আমাদের একটা বিশেষ এজেন্ডা আছে। আমরা যেভাবে আন্দোলন করছি সেই আন্দোলন অবশ্যই সফল হবে। মতবিনিময় সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা দেবেন, আপনারাও খোলা মন নিয়ে পরামর্শ দেবেন। কীভাবে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে অপসারণ করে গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠা করতে পারব। যেভাবে বাংলাদেশে জিয়াউর রহমান গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করেছিলেন। যেভাবে খালেদা জিয়া এই দেশে সংসদীয় পদ্বতি পুনপ্রতিষ্ঠা করে ছিলেন।

সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের শৃঙ্খলাবোধ রাখার আহ্বান করে তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধুমাত্র তৃণমূলের নেতা-কর্মীদের গুরুত্ব দেননি; একইসঙ্গে তিনি গুরুত্ব দিয়েছেন তৃণমূল পর্যায়ে যারা আপনারা জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন, অতীতে করেছেন।

তিনি বলেন, নতুন প্রজন্মকে জানাতে হবে যে আজকে সরকার মিথ্যা ইতিহাস লিখে পাঠদান করাচ্ছে। আমাদের সেটা প্রতিহত করতে হবে। সত্যিকার ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। জনপ্রতিনিধি হিসেবে আপানারা সচেতনভাবে সেই দায়িত্ব পালন করবেন। আমি পর্দায় দেখতে পাচ্ছি আমাদের নেতা তারেক রহমানকে, আমার মনে হচ্ছে না তিনি সুদূর ৫ হাজার মাইল দূরে আছেন। মনে হয় তিনি আমাদের সঙ্গে পাশেই আছেন।

চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য নিচ্ছে সরকার

চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য নিচ্ছে সরকার

ডেস্ক রিপোর্ট:

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন সরকারি চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য নিচ্ছে সরকার। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া ৯০ হাজার ব্যক্তির তথ্য সংগ্রহ করা হচ্ছে। সোমবার (০৪ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ফারুক-ই-আজম বলেন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি পাওয়াদের তথ্য যাচাই করা হচ্ছে। এর মধ্যে যারা ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি নিয়েছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

উপদেষ্টা বলেন বিগত সরকারের সময় ভুয়া মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন। এর মাধ্যমে তারা নানা সুবিধাও গ্রহণ করেছেন। আদালতের মাধ্যমেও অনেক অমুক্তিযোদ্ধাকে সনদ দেওয়া হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মতো প্রতিষ্ঠান রয়েছে। এরপরও আদালত এসব নির্দেশনা দিয়েছেন। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম উপস্থিত ছিলেন। তিনি বলেন রাজনৈতিক কারণে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন করা যাবে না। কারাগারেও মুক্তিযোদ্ধাদের জন্য ডিভিশন ব্যবস্থা রাখতে হবে।

এর আগে উপদেষ্টা জানান মন্ত্রণালয় থেকে ভাতাপ্রাপ্ত মোট বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৪৫৪ জন। এর মধ্যে বীরাঙ্গনা ৪৬৪ জন। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ৫ হাজার ৮৯৫ জন শহীদ বীর মুক্তিযোদ্ধা ৫ হাজার ৩৩৩ জন এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ৩৬৮ জন। সব মিলিয়ে মোট ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৮ হাজার ৫০ জন। তিনি বলেন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের সর্বমোট সংখ্যা ৮৯ হাজার ২৩৫ জন। আর শহীদ বুদ্ধিজীবীদের সংখ্যা ৫৬০ জন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম