নরসিংদী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সানজিদা খানমের উপর সন্ত্রাসী হামলা

 

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাহিদা খানমের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার ( ৮ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে রায়পুরা উপজেলার খানাবাড়ি এলাকায় এ হামলার ঘটনায় ঘটে।

স্থানীয়রা জানায়, রায়পুরা উপজেলার খানাবাড়ি এলাকায় একটি পুকুরের পাশে স্থানীয় জেলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ ও প্রধানমন্ত্রীর সম্মলিত ব্যানার ছিঁড়ের ফেলার সময় বাধা দিতে গেলে এলাকার জামিল, সৈকত সহ ১০/১২ জন সাহিদা খানমের উপর অতর্কিত হামলা চালায়। পরে আহত অবস্থায় সাহিদা খানমকে স্থানীয়রা নরসিংদী সদর হাসপাতালে এনে ভর্তি করে।

এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল রহমান জানান, হামলার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

যুবলীগ নেতা মনসুরের বাড়িতে আগুন

আজিজুর রহমান বাবু। শরীয়তপুর জেলা প্রতিনিধি:

চরভাগার ঐতিহ্যবাহী দেওয়ান পরিবারের সদস্য সখিপুর থানা যুবলীগের বিশিষ্ট নেতা মনসুর দেওয়ানের নিজ বাড়িতে ৪ঠা নভেম্বর অজ্ঞাত পরিচয় নামধারী কতিপয় দূর্বৃত্তরা গভীর রাতে আনুমানিক ১:৩০ ঘটিকার সময় অগ্নিসংযোগ করে বসতবাড়ি সহ মূল্যবান সম্পদ বিনষ্ট করে।

স্হানীয় সূত্রে জানা যায় — অগ্নিসংযোগের পর ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হলেও ঘটনাস্হলে আসতে বিলম্ব হওয়ায় আগুন চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তীতে প্রতিবেশীদের তত্পরতায় নেভানো হলেও বসতবাড়িতে রক্ষিত মূল্যবান কাগজপত্র, বিভিন্ন সরঞ্জামাদি রক্ষা করা সম্ভব হয়ে উঠেনি। পুড়ে ছাই হয়ে যায়।

বিষয়টি এলাকার জন্য উদ্বেগজনক বটে। এলাকার স্হানীয় মুরুব্বীদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তাঁরা বলেন ” এমন দূর্ঘটনা এলাকার জন্য লজ্জাজনক বটে। নেতিবাচক মানসিকতা পরিহার করে সকল রাজনৈতিক কর্মীরা সহাবস্থান করার অভিপ্রায় ব্যক্ত করেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম