দেবীগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা

 

এনামুল দেবীগঞ্জ পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ সদর ইউনিয়ন সোনাহার গজপুরীতে মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে ৩ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ মে) দুপুরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শরীফ ওরফে ইমরানকে (১৮) আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ইমরান একই এলাকার মোঃ কাসেম আলীর ছেলে। ভুক্তভোগী ও অভিযুক্তের বাড়ি পাশাপাশি।
মামলার নথি ও ভুক্তভোগীর পরিবারের সাথে কথা বলে জানা যায়, শরিফ ওরফে ইমরান মঙ্গলবার (৯ মে) দুপুর আনুমানিক ১২ টার সময় প্রতিবেশী ওই শিশুকে বাড়ির পাশে একা দেখতে পায়। পরে শিশুটিকে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে গোয়াল ঘরে গরুর খড় খাওয়ার
স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় শিশুটির চিৎকারে বাবা-মা এগিয়ে গেলে আসামী পালিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার (১০ মে) দুপুরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ইমরানকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেবীগঞ্জ থানায় মামলা করেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এক জনকে আসামি করে মামলা হয়েছে এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বোদায় কৃষির উপসহকারীর মদ ও ভুয়া কোটায় চাকরির তুলকালাম কান্ড

 

ইসমাইল হোসেন :

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে চাকরির লোভে ঘুষের মাধ্যমে নিজেকে ভুয়া শ্রবণ প্রতিবন্ধী বানিয়ে বাগিয়ে নেন প্রতিবন্ধী কোটায় সরকারি চাকরি। বহুরূপী প্রতারক মোশাররফ হোসেন পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে বর্তমানে কর্মরত আছেন। কোটায় সরকারি চাকরির লোভে ভুয়া প্রতিবন্ধী সেজে দেবিগঞ্জ সমাজসেবা অফিসার গোলাম আজমকে চার লক্ষ পচাত্তর হাজার টাকা উৎকোচ দিয়ে প্রতিবন্ধীর কার্ড করে নেন মোশারফ।
জানা যায়, মোশাররফ হোসেন রংপুরে কৃষি ডিপ্লোমাতে পড়াশোনার সময় মাঝে মাঝে গাজা সেবন করতঃ এই তথ্যট ওর রুমে গেলে দেখা যেত। ভুয়া প্রতিবন্ধী কোটায় চাকরি হওয়ার পরেও মদের বোতল নিয়ে পার্টিতে পেতে উঠেন মোশাররফ হোসেন। মোশাররফ হোসেনের প্রতারণার বিষয়টি তার নিজ এলাকাবাসীর কপালেও চিন্তার ভাজ পড়েছে। তার প্রাইমারি স্কুলের বন্ধু রতন এর কাছারি ঘরে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের গভীর রাতের ছবিগুলো বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মোশাররফ মাদকাসক্ত বিষয়টি নিশ্চিত করেছেন তার একাধিক বন্ধু সূত্র ।
অনুসন্ধানে জানা যায়, রংপুরের একটি প্রাইভেট ক্লিনিকে প্রেমানন্দ (প্রতিবন্ধী) পরীক্ষা করার জন্য নিয়ে যায় মোশাররফ । প্রেমানন্দকে পরীক্ষা করানোর পরে কৌশলে মেডিকেল রিপোর্টে মোশারফের নাম দেওয়া হয় : মোঃ মোশারফ হোসেন। পিতা : হানিফ আলি ।মাতা: মোছা : রহিমন নেছা। গ্রাম: সূর্য দীঘল পাড়া, হাজরা ডাঙ্গা, দেবীগঞ্জ, পঞ্চগড়।
পরে মেডিকেল রিপোর্টটি, দেবীগঞ্জ সমাজ সেবা অফিসে জমা দেওয়ার পরে মোঃ মোশারফ হোসেনের নামে শ্রবণ প্রতিবন্ধী কার্ড ইস্যু করা হয়। সমাজসেবা অফিসে প্রেমানন্দকে নিয়ে যাওয়া হয়নি, মোহাম্মদ মোশারফ হোসেন নিজেই প্রেমানন্দ হয়ে কার্ডটি ইস্যু করেছে। তাই ছবির কোন প্রয়োজন হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র জানায়, মোশারফের ৮ থেকে ১০ বছর বয়স থেকে কানে কম শুনতে পারার তথ্যটি ভুয়া। আমরা কোনদিন দেখিনি ও শুনিওনি। কথাটি সম্পূর্ণ মিথ্যা ও পরিকল্পিত নিজের স্বার্থের জন্য এই প্রতারণা করেছে মোশারফ ।
এব্যাপারে অভিযুক্ত মোশারফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য দিতে রাজি হোননি।

চলবে……..

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা