গোল করতে না পারায় প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়কে মারধরে অভিযোগ

 

এনামুল,পঞ্চগড়,প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে ফুটবল খেলা চলাকালীন সময়ে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়কে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভাউলাগঞ্জ মাঠে শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসা ও হাজী আজাহার উদ্দিন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী খেলোয়াড় ও শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র দৌলত ইসলাম বলেন, সোমবার খেলার শেষ পর্যায়ে এসেও গোল করতে পারেনি প্রতিদ্বন্দ্বী দল। এই সময় হাজী আজাহার উদ্দিন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন খেলোয়াড়দের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির কথা বলেন। খেলা চলাকালীন পেছন থেকে আমার পায়ে লাথি দেয় প্রতিদ্বন্দ্বী এক খেলোয়াড়। আমি এই ঘটনায় প্রতিবাদ করলে খেলোয়াড়সহ প্রায় ১৫-২০ জন মিলে আমাকে মারধর করে। আমাদের মাদ্রাসার পিয়ন মাহমুদুলসহ অনেকেই আমাকে রক্ষায় এগিয়ে এলে তারাও মারধরের শিকার হন। পরে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে এখানেই চিকিৎসাধীন আছি।

এই ঘটনায় শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট রুহুল আমিন দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।

হাজী আজাহার উদ্দীন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীনকে মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম বন্দরের ৫০ কোটি টাকার কর ফাঁকি, মূলহোতা গ্রেফতার

চট্টগ্রাম বন্দরের ৫০ কোটি টাকার কর ফাঁকি, মূলহোতা গ্রেফতার

চট্টগ্রাম জেলা সংবাদদাতাঃ চট্টগ্রাম বন্দরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর জাল করে ৫০ কোটি টাকা স্টোররেন্ট ফাঁকির ঘটনায় মূলহোতা মো. তৌহিদুল ইসলাম শুভকে (৩০) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতার তৌহিদুল ইসলাম শুভ রাজবাড়ীর গোয়ালন্দের পশ্চিম উজানচর গ্রামের মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে।

সিআইডি জানায়, তৌহিদুল ইসলাম ওরফে শুভ নিজেকে সামরিক বাহিনীর মেজর পরিচয় দিতেন। তার কাছ থেকে সামরিক পোশাকযুক্ত মেজর পদের ভুয়া পরিচয়পত্র, মেজর পদের ভিজিটিং কার্ড, ৮টি মোবাইল ফোন, ১০টি সিম কার্ড, বিভিন্ন ব্যাংকের চেক বই এবং ১টি ল্যাপটপ জব্দ করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, বসুন্ধরা মাল্টি স্টিল কোম্পানি লিমিটেড মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের জন্য বিশেষ সুবিধায় বিভিন্ন সময় আনা প্রায় ১৩৯টি কনটেইনারে মূল্যবান যন্ত্রপাতি আমদানি করে; কিন্তু যথাসময়ে খালাস না হওয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে বসুন্ধরা কোম্পানির প্রায় ৯২ কোটি টাকা স্টোররেন্ট বকেয়া পড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে বসুন্ধরা মাল্টি স্টিল কোম্পানি লিমিটেড স্টোররেন্ট মওকুফের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় বরাবর আবেদন করে। বিষয়টি মন্ত্রণালয়ে বিবেচনাধীন থাকাকালীন বসুন্ধরা গ্রপ অব কোম্পানিজের সিনিয়র ম্যানেজার ফয়েজুর রহমান একটি স্টোররেন্ট মওকুফপত্র মামলায় গ্রেফতারকৃত অন্য এক অভিযুক্ত ও প্রতারক চক্রের সদস্য আবু হানিফ ওরফে হানাফি ওরফে আমিনুল ইসলাম ওরফে আমিনের (৩৩) কাছ থেকে জানতে পারেন এবং চট্টগ্রাম বন্দর থেকে ওই যন্ত্রপাতি খালাসের চেষ্টা করেন। স্টোররেন্ট মওকুফপত্রের বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃপক্ষকে অবহিত করলে ওই পত্রটি জাল চিঠি বলে নৌপরিবহন মন্ত্রণালয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে জানায়।

তিনি আরও জানান, স্টোররেন্ট মওকুফের জাল পত্রের বিষয়টি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর মামলা করেন। মামলাটি রুজুর পর সিআইডি চট্টগ্রাম জেলা ও মেট্রো তদন্ত করে। পরে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সহায়তায় ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযুক্ত তৌহিদুল ইসলামকে গ্রেফতার করে।

সিআইডি জানায়, গ্রেফতারকৃত অভিযুক্ত কথিত মেজর শুভর বিরুদ্ধে রাজবাড়ী জেলাধীন গোয়ালন্দ ঘাট থানায় প্রতারণাসহ ২টি এবং আরএমপি বোয়ালিয়া থানায় প্রতারণার ২টি মামলার তথ্য পাওয়া যায়। মামলা ছাড়াও তার বিরুদ্ধে রাজবাড়ী জেলাধীন গোয়ালন্দ থানায় ১টি সাজা ওয়ারেন্টসহ সর্বমোট ৪টি ওয়ারেন্ট মুলতবির তথ্য পাওয়া গেছে।

এর আগে এই মামলায় প্রতারক চক্রের মো. ফয়েজুর রহমান (৪২), মোহাম্মদ আবু হানিফা, আমিনুল ইসলাম, মো. রনি রাজ হোসেনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে মোহাম্মদ আবু হানিফা, মোহাম্মদ আমিনুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গ্রেপ্তারকৃত অন্য অভিযুক্ত আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ৬টি মামলা বিচারাধীন এবং মো. রনি রাজ হোসেনের বিরুদ্ধে ১টি নারী নির্যাতনের মামলা ও ১টি প্রতারণা মামলার তথ্য পাওয়া যায়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
হাজির করা হলো ট্রাইব্যুনালে, হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড়