গোল করতে না পারায় প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়কে মারধরে অভিযোগ

 

এনামুল,পঞ্চগড়,প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে ফুটবল খেলা চলাকালীন সময়ে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়কে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভাউলাগঞ্জ মাঠে শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসা ও হাজী আজাহার উদ্দিন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী খেলোয়াড় ও শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র দৌলত ইসলাম বলেন, সোমবার খেলার শেষ পর্যায়ে এসেও গোল করতে পারেনি প্রতিদ্বন্দ্বী দল। এই সময় হাজী আজাহার উদ্দিন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন খেলোয়াড়দের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির কথা বলেন। খেলা চলাকালীন পেছন থেকে আমার পায়ে লাথি দেয় প্রতিদ্বন্দ্বী এক খেলোয়াড়। আমি এই ঘটনায় প্রতিবাদ করলে খেলোয়াড়সহ প্রায় ১৫-২০ জন মিলে আমাকে মারধর করে। আমাদের মাদ্রাসার পিয়ন মাহমুদুলসহ অনেকেই আমাকে রক্ষায় এগিয়ে এলে তারাও মারধরের শিকার হন। পরে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে এখানেই চিকিৎসাধীন আছি।

এই ঘটনায় শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট রুহুল আমিন দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।

হাজী আজাহার উদ্দীন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীনকে মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পল্লবী থানা এলাকার মামলাবাজ রেশমার জালে দিশেহারা সেলিম

আয়েশা আক্তার॥
রাজধানীর পল্লবী থানা এলাকার আর্মি আবাসন এর এক মামলাবাজ রেশমার মামলায় দিশেহারা সেলিম নামের এক লোক। গত ১০ জুলাই পানি নিয়ে ঝগড়ার সৃষ্টি হয় পাশের বাসার লোকজনের সাথে আর এই ঝগড়াকে কেন্দ্র করে এলাকার মামলাবাজ নামে পরিচিত রেশমা, মুলতান এর পুত্র সেলিম সহ এলাকার কয়েক জনের নামে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন যার নং ২৩। এলাকায় সরেজমিনে জনসাধারনের সাথে কথা বলে জানাযায় সেই ঘটনার দিন সেলিম উপস্থিত ছিলো না তাহলে সেলিম কেন আসামী হলো তা খোজতে গিয়ে দেখাযায় , এই রেশমা একজন মামলাবাজ মহিলা সে নিজেকে অনেক ক্ষমতাবান হিসেবে জাহির করে আর সাধারন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে এমনকি মামলার ভয় দেখিয়ে মানুষ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়াই তার আসল পেশা, আর এ কারনেই সেলিমকে মিথ্যা মামলায় জড়িয়ে টাকা হাতিয়ে নেয়াই তার আসল উদেশ্য। এলাকাবাসীর কাছ থেকে জানাযায় এই রেশমা এর আগেও কয়েকটি মামলা করেছে সাধারন মানুষের নামে আর এই মিথ্যা মামলা দেয়াই তার কাজ। আরো জানাযায় এই রেশমা আবার নিজেকে একটি সরকারী অনুমোদনহীন কথিত একটি অনলাইন নিউজ প্রোটালের আবার নাকি হেড অব নিউজ। যদিও অনলাইন নিউজ প্রোটালে এই পদ বলতে কিছই নেই। তাই সেই ভূয়া পরিচয় দিয়েও সে এলাকার মানুষকে হামলা মামলার ভয় দেখায়। উক্ত প্রতিবেদক সরেজমিনে যখন তার মন্তব্য সংগ্রহ করতে যায় তখনও সে নিজে অনেক বড় ক্ষমতার অধিকারী বলে জাহির করেন এমনকি তাকে চিনতে ভুল করেছ বলেও হুমকি প্রদান করেন এমনকি তার এই বিষয়ে নিউজ হলে মামলার ভয় দেখান।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরও দেড় হাজারের বেশি আবেদন সতর্ক মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের