ফায়ার সার্ভিস কর্মকর্তা জসীমের যৌন লীলার আপোষের মূল্য কত?

 

নিজস্ব প্রতিবেদক:

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক অর্থ ও প্রশাসন জসীমউদ্দীনের বিরুদ্ধে অফিস সহায়ক নারীকে নির্যাতন, যৌন হয়রানি ও সীমাহীন দুর্নীতির অভিযোগ রয়েছে এ বিষয় বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে সংবাদ প্রচার করা হলেও অদৃশ্য শক্তির বলে বহাল তবিয়তে রয়েছেন জসিম উদ্দিন।

জসিমের ভাই মেহেদি চট্টগ্রাম বন্দরে আমদানি ও রপ্তানি বাণিজ্যের সাথে জড়িত জসিমের অবৈধ উপার্জনের বড় অংশ তার ভাইয়ের ব্যবসায় মূলধন যোগান বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। ওই ব্যবসার আড়ালে বিদেশে টাকা পাচার হুন্ডির ব্যবসা করে থাকে বলেও লোকমুখে শোনা যায়।

জসিমের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ করা ফায়ার সার্ভিসের কর্মচারী ওই নারী ও তার স্বামীকে গত সপ্তাহে ডেকে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকার বিনিময় জসিম আপোষ করেছেন এমনটা ফায়ার সার্ভিস সদর দপ্তরে কর্মরত অনেকেরই মূখে মুখে।

যৌন হয়রানি ঘুষ – দুর্নীতি ও আত্মহত্যা প্ররোচনার মত গুরুতর অভিযোগ উঠার পরেও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে জসীমউদ্দীনের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা না নেওয়ায় অধিদপ্তরের অনেকেই তাদের হতাশার কথা জানান।

নাম প্রকাশ না করার শর্তে ফায়ার সার্ভিসের একটি সূত্র জানায়, ডিডি জসিমের নিকট প্রতিনিয়ত অসংখ্য বহিরাগত ব্যক্তিদের আনাগোনা রয়েছে, তাদের মধ্যে দালাল শ্রেণীর ব্যক্তি, কথিত রাজনৈতিক পরিচয়ধারী নেতা সহ অন্যান্য। তারা অফিস টাইমের অধিকাংশ সময়ই জসীমউদ্দীনের সাথে গোপন বৈঠক করে থাকেন। আগত ওইসব ব্যক্তিদের মধ্যে কেউ কেউ সশস্ত্র (রিভলবার) নিয়েও ফায়ার সার্ভিস এর সদর দপ্তরের ভিতরে প্রবেশ করেন বলে জানান তিনি। আগন্তুক আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক পরিচয়কারী ওই ব্যক্তি দিনের প্রায় সময়ই জসীমউদ্দীনের সঙ্গে খোশ গল্পে মেতে থাকেন যা তার অফিসে যাতায়াতকারী সকলের কাছেই ওপেন সিক্রেট।

এছাড়াও যৌন হয়রানীর অভিযোগ করা ওই নারীকে মানসিক যন্ত্রণার মাধ্যমে আত্মহত্যার প্ররোচনা করেছেন জসিম উদ্দীন। ভুক্তভোগী নারী সুইটি বলেন, জসিম স্যারের অত্যাচার সইতে না পেরে আমি আত্মহত্যা করার সিদ্ধান্ত নেই এবং মহাপরিচালক স্যারের বরাবর জসিমের বিরুদ্ধে একটি অভিযোগ লিখে তৎকালীন মিরপুর ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল সালেহ উদ্দিন স্যারের নিকট জমা দেয় কিন্তু আমার দেয়া ওই লিখিত অভিযোগটি প্রিন্সিপাল স্যার জসিমকে বাঁচানোর উদ্দেশ্যে গায়েব করে ফেলেন যা অধিদপ্তরে প্রেরন করেন নাই।

নাম প্রকাশ না করার শর্তে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানায়, ডিডি জসিম উদ্দিন ফায়ার সার্ভিসের নিয়োগ ও বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার আয়ের বহির্ভূত সম্পদ গড়েছেন। একজন নারী কর্মচারী কে যৌন হয়রানির মাধ্যমে ফায়ার সার্ভিসের মত সেবা প্রদানকারী একটি সুশৃঙ্খল বাহিনীকে কলুষিত করেছেন তিনি। এমন ঘৃণিত অপরাধের বিষয় তদন্ত সাপেক্ষে কঠিন শাস্তির ব্যবস্থা করা না হলে এই বাহিনীর শৃঙ্খলায় বিঘ্নিত হবে।

ডিডি জসীমউদ্দীনের বিরুদ্ধে ঘৃণিত এমন সব অপরাধ থাকার পরেও কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না কেন এ বিষয়ে ডিরেক্টর এডমিন মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম এর বক্তব্য জানতে তার দুটি মুঠোফোন নাম্বারে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

এসব অভিযোগের বিষয়ে ডিডি জসীমউদ্দীনের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।

36 July সালতামামি

স্টাফ রিপোর্টারঃ

টানা ৩৬ দিন। আন্দোলনের তোড়ে উত্তাল রাজপথ। পুলিশ ও সরকারি বিভিন্ন বাহিনীর বুলেট, ক্ষমতাসীনদের রক্তচক্ষু। কিছুই দমাতে পারেনি ছাত্র-জনতাকে। ফলে ৫ আগস্ট পালিয়ে যান শেখ হাসিনা। ১ জুলাই থেকে যে আন্দোলনের শুরু, তা সফল হয় ৩৬ দিনে অর্থাৎ ৫ আগস্ট। ৩৬ জুলাই নামেই পরিচিত সেইদিনের ঘটনাপ্রবাহ কেমন ছিলো।

চব্বিশের ৫ আগস্ট দুপুর। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে চলে যান টানা ১৬ বছরের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরো ঢাকা সেদিন ছিলো উত্তাল জনসমুদ্র। ক্ষমতার কেন্দ্র গণভবন, সংসদ ভবন আর প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয় ছিলো জনতার দখলে।

ছাত্র-জনতাকে সেই বিজয় পেতে রাজপথে আন্দোলনে থাকতে হয় টানা ৩৬ দিন। যেদিন তারা সফল হয়, সেদিনের সকালটাও শুরু হয়েছিলো বুলেটের সামনে বুক পেতে। যাদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিলো পিচঢালা রাজপথ।

একদিন আগেই ঘোষণা ছিলো, গণভবনমুখী লং মার্চ হবে ৩৬ জুলাই, অর্থাৎ ৫ আগস্ট। ঢাকার চারদিক থেকে আসবে ছাত্র-জনতা। শুরুটা হয়েছিলো সেভাবেই। রাজধানীর যাত্রাবাড়ী এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশের আক্রমণের মুখে পড়ে আন্দোলনকারীরা। জনস্রোতে ভেসে যায় সেই বাঁধা।

টান টান উত্তেজনায় বেলা বাড়তেই ঢাকার চারদিকে শক্ত অবস্থান নেয় ছাত্র-জনতা। উত্তরা এবং রামপুরায় তখন সেনাবাহিনীর মুখোমুখি অবস্থানে ছাত্র-জনতা। এরই মাঝে খবর আসে, বেলা ২ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দুপুরের আগেই উত্তরা এবং রামপুরা থেকে সরিয়ে নেয়া হয় সেনা ব্যারিকেড, বাঁধ ভাঙা জনস্রোত তখন গণভবনমুখী।

ছাত্র-জনতা যখন চারদিক দিয়ে গণভবন ঘেরাওয়ের জন্য রওনা হয়েছে, তখন উপায়হীন শেখ হাসিনা। ক্ষমতা ছেড়ে তিনি ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। বিদ্যুৎগতিতে যে খবর ছড়িয়ে পড়ে পুরো দেশে।

বিকেলে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার খবর আনুষ্ঠানিকভাবে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। ছাত্র-জনতা প্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর তাদের নিয়ে যান বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে।

ঘটনাবহুল ৫ আগস্ট পরিচিতি পেয়েছে ৩৬ জুলাই নামে। যেখান থেকে যাত্রা শুরু হয় অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের।

 

সবা:স:জু- ৫৬৮/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন