টেকনাফে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৪৩ হাজার টাকা জরিমানা

শহীদুল ইসলাম শাহেদ ,টেকনাফ (কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ৪২ হাজার ৫০০ টাকা জরিমানা করা আদায় হয়েছে।
টেকনাফ মডেল থানার পুলিশ ও র‌্যাব-১৫ এর যৌথ টিমের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এসএম শাহজাহান, টেকনাফ মডেল থানার এসআই মোঃ নজরুল ইসলাম প্রমূখ।

অনুমতি ছাড়া অতিরিক্ত মূল্যে ভেজাল সার বিক্রি করায় বাবুল কৃষি ঘরকে ৪০ হাজার টাকা এবং লাইসেন্স ছাড়া অবৈধভাবে দোকান চালিয়ে দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী জানান, আইন শৃঙ্খলা কমিটির সভার আলোচনায় সিদ্ধান্তের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

কুমিল্লায় শিশু ধর্ষণ ও অপহরণ মামলার প্রধান আসামি শাহিন আলম গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় দায়ের করা শিশু ধর্ষণ ও অপহরণ মামলার প্রধান আসামি মো. শাহিন আলম (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া বস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, সহকারী পুলিশ সুপার (এএসপি) দেবিদ্বার সার্কেল মো. শাহিনের নির্দেশে এসআই মো. জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃত শাহিন আলম কসবা উপজেলার কায়েমপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি ২০২৫ বিকেল ৫টার দিকে কসবা থানার খাদলা এলাকায় মামলার ৭ নম্বর আসামি নিলুফা আক্তারের (৪০) বাড়িতে ১৮ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণ করেন শাহিন আলম। নিলুফা আক্তার, যিনি শাহিনের খালা, তার সহযোগিতায় শাহিন ভুক্তভোগী তরুণীকে স্ত্রী পরিচয় দিয়ে ঘরে নিয়ে যায় এবং সেখানে ঘটনাটি ঘটে।

এরপর ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন ও অপহরণ আইনে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার বাদী বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা।

এএসপি দেবিদ্বার সার্কেল মো. শাহিন জানান, ঘটনার পর থেকে আসামি পলাতক ছিলেন। আজ তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। মামলার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি