ইবি ছাত্রলীগ নেতার সাদৃশ্য কণ্ঠে কমিটির পদে রদবদলের গোপন কথোপকথন ফাঁস!

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একের পর এক কণ্ঠসাদৃশ্য অডিও ভাইরাল হয়ে চলছে। ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের নিয়োগ সংক্রান্ত ‘এডিটেড অডিও’ ফাঁস ও জিডি করার পর এবার ফাঁস হলো সিনিয়র সহ-সভাপতি তন্ময় সাহা টনির সাদৃশ্য কণ্ঠে কমিটির পদে রদবদলের গোপন কথোপকথন।

অডিওতে সহ-সভাপতির কণ্ঠসাদৃশ্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ে ফিরে আসা সংক্রান্ত ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি বাঁধনের নাম শোনা যায়। সেখানে ছাত্রলীগ নেতার সাদৃশ্য কণ্ঠে ইবি শাখা কমিটিতে রদবদলের চেষ্টা করার কথা শোনা যায়।

গত সোমবার (২৬ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ‘জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা’ আইডি থেকে ভাইরাল হয়। ওই পোস্টের ক্যাপশনে লেখা ছিলো ‘অভিনন্দন আমাগো দাদু ভারপ্রাপ্ত সভাপতি, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, হয়রে দল, হায়রে রাজনীতি, নেতা হতে গিয়ে নিজ দলের ভাবমূর্তি নষ্ট করলে দাদু। তোমার তো সংগঠন থেকে বহিস্কার শুধু না ফাঁসি হওয়া উচিৎ।’ এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হওয়ার মনোবাসনায় তন্ময় সাহা টনির অপতৎপরতা তথ্য ধারাবাহিক পর্ব-১ বলে ক্যাপশন যুক্ত থাকে সাদৃশ্যে কণ্ঠের ওই অডিও থামবেইলের মধ্যে।

 

ভাইরাল হওয়া ওই অডিওতে ইবি ছাত্রলীগের সহ-সভাপতির কণ্ঠসদৃশ কথোপকথন তুলে ধরা হলো, ‘এখন যেহেতু ভাইস চ্যান্সেলর নাই, বাঁধন ভাইয়ের সাথে কথা হয়েছে, ভাইকে বললাম- ভাই! তিনি বললেন, কপালে ঠিকঠাক থাকে তাহলে ভারপ্রাপ্ত (ইবি ছাত্রলীগের কমিটিতে সহ-সভাপতি থেকে ভারপ্রাপ্ত সভাপতি) করে দিবনে। কয়টা নিউজ করিয়ে একটা ইস্যু করিয়ে আপনাকে দায়িত্ব দিয়ে দেবনে। বাঁধন ভাই! এইতা নিয়ে তো সাংবাদিকরা বসে থাকবে না, ওরা ওদের মতো লিখবিনে। এখানে এত সাংবাদিক, এত সাংবাদিক। এইটুকু একটা ক্যাম্পাসে টোটাল ধরেন ৬০ টার বেশি সাংবাদিক। ওনার (আরাফাত) ব্যাপারে কেউ ভালো কথা বললো না, সবাই দেখি যিনি ওনার সাথে বসে থাকে, সেও নাকি তাঁর ব্যাপারে.. (অস্পষ্ট ) এই ধরেন সাহেদ টাহেদ আছে, কয়েকটা পত্রিকা আছে এরাই (সংবাদ করতে) শুধু বাদ আছে।’

এই ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি বরিকুল ইসলাম বাঁধনের সাথে যোগাযোগ করা হলে তা সম্ভব হয়নি।

অডিও ফাঁস সংক্রান্ত বিষয়ে ইবি ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় সাহা টনি বলেন, ‘এটা আমার কণ্ঠ নয়, আমি জানিনা এই অডিও কিভাবে এসেছে। ছাত্রলীগের কারো বিরুদ্ধেও এমন কথা বলার প্রশ্নই আসেনা।’

নোবিপ্রবির সঙ্গে তুরস্কের আনাদোলু  বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল এগ্রিমেন্ট স্বাক্ষর

মোঃ আরিফুল ইসলাম: নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে তুরস্কের আনাদোলু  বিশ্ববিদ্যালয়ের ইরাসমাস প্লাস ইনস্টিটিউশনাল এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৪) নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কো-অপারেশন এন্ড কোলাবরেশন সেন্টারের (আইসিসিসি) উদ্যোগে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল তার কার্যালয়ে নোবিপ্রবির পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। আনাদোলু  বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন  বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক ড. কেমাল সেনোসাক।

এসময় নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, এই চুক্তির ফলে উভয়  বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে অংশীদারিত্বের ভিত্তিতে একযোগে কাজ করবে এবং এই সহযোগিতামূলক চেষ্টায় উভয় বিশ্ববিদ্যালয় উপকৃত হবে। আমি আশা করি এই ইরাসমাস প্লাস চুক্তি নোবিপ্রবির একাডেমিশিয়ান, বিজ্ঞানী এবং গবেষকদের জন্য তুরস্কের আনাদোলু  বিশ্ববিদ্যালয়ের সাথে নিবিড়ভাবে কাজ করার দ্বার উন্মোচন করবে। এছাড়াও বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে যৌথ সহযোগিতামূলক গবেষণার পথ সুগম হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান ভূঞা, ইন্টারন্যাশনাল কো-অপারেশন এন্ড কোলাবোরেশন সেন্টারের (আইসিসিসি) অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ রোকনুজ্জামান সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর সরকার, প্রক্টর এ. এফ. এম আরিফুর রহমান, রেজিস্ট্রার মোহাম্মদ তামজীদ হোছাইন চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, বৈশ্বিক পরিপ্রেক্ষিতে এ চুক্তি নোবিপ্রবির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ, একাডেমিক ও গবেষক এক্সচেঞ্জ, স্টাডি মবিলিটি, বৃত্তি, সাংস্কৃতিক ও ভাষাগত অভিজ্ঞতা, পেশাগত নেটওয়ার্কিং ও  বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মান উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
অনিয়মের অভিযোগ থাকা সত্বেও পদোন্নতি পেতে মরিয়া গণপূর্তের প্রকৌশলী রাকিবুল প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের