আনসার বাহিনীর অরাজকতার বিরুদ্ধে চবি শিক্ষার্থীদের তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল”

মুহিদুল ইসলাম শুভ চবি প্রতিনিধি:

আনসার বাহিনী কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহকে অবরুদ্ধ করে রাখা এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে গতকাল রাত দশটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ প্রধান ফটকের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন। দেশের এই ক্রান্তিলগ্নে আনসার সদস্যদের অযৌক্তিক দাবি এবং অরাজকতার বিরুদ্ধে হুশিয়ারি বাক্য উচ্চারণ করেন শিক্ষার্থীরা। উল্লেখ্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দৈনিক ৫৪০ টাকা চুক্তিতে কাজ করেন। এছাড়া বাহিনীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের জন্য রেশন সুবিধা বরাদ্দ থাকে। তারা এখন স্থায়ী নিয়োগ এবং জাতীয়করণ চান। এর জের ধরে গত কয়েকদিন যাবৎ আনসার সদস্যরা কর্মবিরতি এবং আন্দোলন করে আসছে। রোববার সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন। তারপর বিকেল ৩ টার পর আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও শুরু করেন।রাত ১০টা পর্যন্ত তারা সচিবালয় ঘেরাও করে রাখে আনসার সদস্যরা।হাসনাত আব্দুল্লাহকে অবরুদ্ধ করা রাখার খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্টানের শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে আনসার সদস্যদের সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের ২০-২৫ জন আহত হয়। অবশেষে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের তোপে পড়ে আনসার সদস্যরা সচিবালয় এলাকা ছাড়তে বাধ্য হয়।

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে কুমিল্লায় বিদ্যুৎ অফিসে গ্রাহকদের অবস্থান কর্মসূচী

কুমিল্লা প্রতিনিধি:

প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে কুমিল্লায় বিদ্যুতের প্রি-পেইড মিটার অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছে গ্রাহকেরা। কর্মসূচি শেষে প্রধান প্রকৌশলীর নিকট গণস্বাক্ষর ও স্মারকলিপি দেন তাঁরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী নারী- পুরুষরা পিডিবি অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। প্রি-পেইড মিটার খুলে নিয়ে আগের অ্যানালগ মিটার প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন গ্রাহকেরা।

গ্রাহকদের পক্ষে অবস্থান বক্তব্য রাখেন ছাত্রনেতা ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক মোঃ মোতালেব হোসেন। তিনি বলেন, প্রি- পেইড মিটারের কারণে মানুষ আর্থিক এবং মানসিক ক্ষতির মুখে পড়ছে। দিন দিন সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বাড়ছে। প্রি-পেইড মিটারে গ্রাহকের ভোগান্তি ছাড়া কিছু নেই। পিডিবি কর্তৃপক্ষ বৈদ্যুতিক মিটারের পরিবর্তে প্রি-পেইড মিটারে লাগিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করেছে।

তাই এই মিটার তাঁরা চান না। প্রি-পেইড মিটার বাতিল করা না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানায় ভুক্তভোগীরা। এ সময় পিডিবির স্থানীয় গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ টিটু, আনোয়ার, মোস্তফা কামাল, আমিনুল ইসলাম, আব্দুল করিম, জাহাঙ্গীর আলম, মোঃ নাজমুল হাসান প্রমুখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম