ধর্ম মন্ত্রণালয় এর নতুন সচিব হলেন আফতাব হোসেন

স্টাফ রিপোর্টার॥

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড- ১) এ. কে. এম. আফতাব হোসেন প্রামাণিককে ধর্ম মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব জামিলা শবনমের স্বাক্ষর করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড- ১) এ. কে. এম. আফতাব হোসেন প্রামাণিককে পদোন্নতি দিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ/বদলি করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে, গত ২৪ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ. কে. এম. আফতাব হোসেন প্রামাণিককে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

এরও আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন।

 

সবা:স:জু-২৭/২৪

ফিলিং স্টেশনে বাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

স্টাফ রিপোর্টার: 

লক্ষ্মীপুরে গ্রিন লিফ ফিলিং স্টেশনে আবারো বাসের সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় বিস্ফোরণে আবুল কালাম (২১) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) ভোরে লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট এলাকায় আল-মদীনা নামে একটি লোকাল বাসে গ্যাস রিফিলের সময় ফিলিং স্টেশনটিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে ও পেশায় রঙ মিস্ত্রি। আহতরা হলেন- নোয়াখালীর কবির হাট এলাকার বাসিন্দা আবুল হোসেন (৫০) ও লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকার নাঈমসহ (২৪) তিনজন।

জানা জায়, ঘটনার সময় গ্রিন লিফ সিএনজি ফিলিং স্টেশনে আল মদিনা নামের লোকাল বাসটি গ্যাস রিফিল করছিল। হঠাৎ বিস্ফোরণ ঘটে বাসের গ্যাস সিলিন্ডার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাথার খুলি উড়ে গিয়ে কালাম মারা যায়। বিস্ফোরণের ঘটনায় ছুটোছুটি শুরু করেন আশপাশের লোকজন, সিএনজিচালিত অটোরিকশা চালক ও ফিলিং স্টেশনের কর্মচারীরা। পরে এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের লোকজন নিহতের মরদেহ ও আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন বলেন, ‘বিস্ফোরণে মাথার খুলি উড়ে গিয়ে একজন মারা গেছেন। তার মরদেহ হাসপাতালের মর্গে আছে। আহতদের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম রয়েছে। তাদের মধ্যে একজনকে ঢাকায় ও অন্য দুইজনকে নোয়াখালী হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’

গ্রিন লিফ সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার আল আমিন বলেন, ‘বাসটির সিলিন্ডার ত্রুটিযুক্ত ছিল। এজন্য বিস্ফোরণ ঘটেছে।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ‘একই ফিলিং স্টেশনে এর আগেও গ্যাস রিফিলের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন আবার বিস্ফোরণের ঘটনায় একজন মারা গেছেন এবং ৩ জন আহত হয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, গত ১৪ অক্টোবর একই ফিলিং স্টেশনে অন্য একটি বাসের সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় বিস্ফোরণ ঘটে তিন জন নিহত হন। আহত হন ৯ জন।

সবা:স:জু- ৩০২/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম