১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ১১:৪২ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
আজিজুর রহমান বাবু, জেলা সংবাদদাতা, শরীয়তপুর :
শরীয়তপুর জেলার সখিপুর থানার অন্তর্গত চরকুমারীয়া ইউনিয়নের নাওডোবা গ্রামের আবুল মোল্লার বাড়িতে গতকাল গভীর রাতে সিদ কেটে কতিপয় দূর্বৃত্তরা ডাকাতি করে।
আবুল মোল্লার ভাই মোহাম্মদ আলম জানান –
ডাকাতেরা পালিয়ে যাওয়ার সময় ডাকাত ডাকাত বলে চিত্কার করতে থাকে। সেই মূহুর্তে বাড়ির আশে পাশের প্রতিবেশীরা লাঠিসোটা নিয়ে ধাওয়া করলেও ডাকাত দলের সদস্যরা নিরুদ্দেশ হয়ে যায়।
বাড়িতে এসে মোহাম্মদ আলম দেখেন ষ্টীলের আলমারি ভেঙ্গে স্বর্ণের চেইন, টিকলি, হাতের বালা যার আনুমানিক ওজন হবে তিন থেকে চার ভরি, শুধু তাই নয়, নগদ ১ লক্ষ ৩৪ হাজার টাকা নিয়ে লাপাত্তা হয়।
মোহাম্মদ আলম আরও বলেন – তিন দিন পর চাচাতো বোনের বিয়ে উপলক্ষে বাড়িতে সুটকেস, মূল্যবান উপহার সহ জিনিসপত্র, নগদ টাকা যুগিয়ে ছিল আবুল মোল্লা। ভাগ্যের কী নির্মম পরিহাস বিয়ের জন্য আনিত স্বর্ণালকার আর নগদ অর্থ হারিয়ে আবুল মোল্লা পাগলপারা।
বিষয়টি স্হানীয় ইউপি সদস্যকে জানালে, আবুল মোল্লাকে আইন প্রয়োগকারি সংস্থার নিকট অবহিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।
Leave a Reply