১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ১০:৩৮ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
অনলাইন ডেস্কঃ
সাভারের আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কুদ্দুস ও হুমায়ূন নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেলে কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
রোববার দুপুরে আশুলিয়ার চারাবাগ এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চারাবাগ এলাকায় ১০ বিঘা জমি নিয়ে আশুলিয়ার বাইপাইল ঊষাপল্টি এলাকার এমএ মতিনের সাথে বিরোধ চলে আসছিল হুমায়ূন নামে এক ব্যক্তির। সকালে এমএ মতিন ও তার পরিবারের লোকজন অস্ত্র নিয়ে জমিতে জোড়পূর্বক প্রবেশ করতে চাইলে হুমায়ূনসহ বেশ কয়েকজন বাধা দেয়। এ সময় এমএ মতিন গুলি চালালে হুমায়ূন ও কুদ্দুস নামে দুজন গুলিবিদ্ধ হয়।
পরে স্থানীয়রা একত্রিত হয়ে এমএ মতিন ও তার ছেলেকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এবং গুলিবিদ্ধ হুমায়ূনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে এবং কুদ্দুসকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করে। প্রাথমিক চিকিৎসা শেষে হুমায়ুনকেও পরে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।
এ বিষয়ে আশুলিয়া থানায় উপ-পরিদর্শক আল মামুন কবির জানান, গুলির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সূত্রঃ ইন্ডিপেনডেন্ট টিভি
Leave a Reply