৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ । রাত ২:৫৩ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টারঃ
সাভারের হরিণধরা এলাকায় ধলেশ্বরী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ট্যানারি শিল্প ! সম্প্রতি চামড়া শিল্প নগরী এলাকা থেকে গভীর রাতে সড়ক ও নৌপথে ট্যানারি বর্জ্য চুরির মহোৎসব চলছে ! নেপথ্যে রয়েছে অনিক, হিমেল, আলামিন, উজ্জল, রিফাত, কবির ও মঞ্জুর সিন্ডিকেট ! প্রায় প্রতি রাতে ২০-৫০পিকআপ গাড়ি ও ৮-১০ট ট্রলারযোগে বর্জ্য বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে । এই সিন্ডিকেটের নিজস্ব পাহারায় ও লেবারদের সহযোগিতায় ডাম্পিং থেকে বর্জ্য চুরি করে পাচারকারীদের হাতে তুলে দিচ্ছে এই সিন্ডিকেট। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানিয়েছেন যেহেতু ডাম্পিং স্টেশন চামড়া শিল্পনগরীর সুতরাং বিসিকের কয়েকজন অসৎ কর্মীও জড়িত আছেন। সরেজমিনে দেখা যায় চামড়া শিল্প নগরী ডাম্পিং এরিয়া অরক্ষিত , ফলে নৌপথে ট্রলারযোগে অনায়াসে বর্জ্য পাচার হচ্ছে অন্যদিকে রাত ২ টার পর ২০-৫০ পিকআপ গাড়ি ঢোকে এবং পিক আপলোড করে স্থান ত্যাগ করে। নাম প্রকাশ না করার শর্তে এই কাজে ব্যবহার করা একজন গাড়িচালক জানিয়েছেন প্রতি গাড়ি ১০ উচ্ছিষ্ট চামড়া থেকে ১২ হাজার টাকায় ক্রয় করা হয়। ড্রাইভার এর কথার সূত্র ধরে প্রতিবারেই যদি ১০ হাজার টাকায় বিক্রি হয় তাহলে পঞ্চাশটি গাড়িতে কত টাকার চামড়া বিক্রি হয় ? প্রতিমাসেই বা কত লক্ষ টাকার চামড়া পাচার হয়ে যাচ্ছে ট্যানারি শিল্প নগরী এলাকা থেকে ?
এবার জেনে নেই উচ্ছিষ্ট চামড়া থেকে কি তৈরি করা হয়? চামড়ার বর্জ্য থেকে মাছ-মুরগির খাবার তৈরির এই অপকর্ম আগে হাজারীবাগের বিভিন্ন অলিগলিতে তৈরি হতো। এখন তা সাভারের ভাকুর্তা মোরগাকান্দির চকে, আমিন বাজার ও কেরানীগঞ্জের বিলকাঠুরিয়া এলাকায় বড় পরিসরে তৈরি হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের এই অনৈতিক কাজের জন্য মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। চামড়ার বর্জ্য থেকে পোলট্রির খাবার তৈরির এই প্রক্রিয়াটি এতটাই ভয়াবহ, চোখে না দেখলে তা বিশ্বাসই হবে না।
Leave a Reply