২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ৯:৫১ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
বিনোদন প্রতিবেদক॥
প্রেম-বিয়ে নিয়ে খোলামেলা কথা বললেন ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরি। বিয়ে যখনই করেন, সবাইকে নিয়ে মহা ধুমধামে তার আনুষ্ঠানিকতা সারতে চান মিষ্টি চেহারার এই নায়িকা।
রাজধানীর মিরপুরে একটি অনুষ্ঠানে শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন পূজা চেরি। তিনি যে নায়কের সঙ্গে সিনেমা করেন, সেই নায়কের সঙ্গেই প্রেম নিয়ে সিনেপাড়ায় গুঞ্জন শুরু হয়। এ বিষয়ে তার কাছে প্রশ্ন রাখা হয়।
‘গলুই’ অভিনেত্রী উত্তরে বলেন, ‘এসবে আমি কান দিই না, বা পাত্তা দিই না। আমি নিজের গতিতে কাজ চালিয়ে যেতে চাই।’
‘পোড়ামন ২’ তারকা বিয়ে নিয়ে বলেন, ‘আমার এবং আমার পরিবারের ইচ্ছে, আমার বিয়ে খুব ধুমধাম ভাবে হবে। আমার যারা কাছের মানুষ আছেন, তাদের সবাই আমার বিয়েতে উপস্থিত থাকবেন। আমি সবাইকেই আমার বিয়েতে দেখতে চাই। এ ছাড়া আপনাদের (সাংবাদিক) জানিয়েই বিয়ের পিঁড়িতে বসব।’
‘পোড়ামান-২’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয় পূজা চেরির। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘নূরজাহান’। এরপর ‘দহন’, ‘প্রেম আমার-২’, ‘গলুই’, ‘শান’ সিনেমাগুলোতে বড় পর্দায় দেখা গেছে তাকে।
Leave a Reply