১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । দুপুর ১২:৪৩ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার॥
দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নেতৃত্ব, চিন্তা, দূরদর্শিতা ও প্রজ্ঞার বিবেচনায় শিনজো আবের মত রাষ্ট্রনায়কের মৃত্যু কেবল জাপানের জন্য নয়, পুরো বিশ্বের জন্য ক্ষতি।
বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার ক্ষেত্রে শিনজো আবের ভূমিকার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, চরম বেদনার এই সময়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন সমন্বিত অংশীদারিত্বের উচ্চতায় নেওয়ার ক্ষেত্রে শিনজো আবের অপরিসীম অবদানকে আমরা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।
শিনজো আবের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
Leave a Reply