1. md.zihadrana@gmail.com : admin :
অবৈধভাবে বৃদ্ধি পাচ্ছে ফুটপাতের লাইন,জমিয়ে উঠছে বাড্ডার চাঁদাবাজি - দৈনিক সবুজ বাংলাদেশ

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ । দুপুর ২:২১ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।

সংবাদ শিরোনামঃ
ভালুকায় ছেলের হাতে বাবা খুন গুলফাম বকাউলের গনজোয়ারের নেপথ্যের রহস্য ! গুলশানে স্পা অন্তরালে অপরাধ জগতের ডন বাহার ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ তীব্র গরমের অতিষ্ঠ জনজীবনে একটি প্রশান্তিময় ও দৃষ্টি নন্দিত উদ্যোগ বিশ্বনাথে পৌর মেয়রের উপর  কাউন্সিলর রাসনা বেগমের মামলা:  মেয়রের বিরুদ্ধে ঝাড়ু– মিছিল, উত্তেজনা তিতাস গ্যাসের সিবিএ সভাপতি মরহুম কাজিম উদ্দিন প্রধানের স্মরনসভা সমবায় লুটে আগষ্টিন পিউরিফিকেশনের সম্পদের পাহাড়ের উৎস কোথায় ? গুলশানে স্পা অন্তরালে দিনে ও রাতে চলছে বাহারের ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য  এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বাণিজ্য জগতে বিশেষ অবদানের জন্য এশিয়া প্যাসিফিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২৪ পেলেন হোটেল রয়্যাল প্যালেসের কর্তা আশরাফুল সেখ
অবৈধভাবে বৃদ্ধি পাচ্ছে ফুটপাতের লাইন,জমিয়ে উঠছে বাড্ডার চাঁদাবাজি

অবৈধভাবে বৃদ্ধি পাচ্ছে ফুটপাতের লাইন,জমিয়ে উঠছে বাড্ডার চাঁদাবাজি

 

রাহিমা আক্তার মুক্তা :

কতিপয় পুলিশ সদস্য ও ক্ষমতাসীন দলের স্থানীয় কিছু নেতার আশীর্বাদে এখন ফুটপাতের মালিক বনে গেছেন হাজারো লাইনম্যান। দিনে কোটি কোটি টাকার চাঁদা তুলছে লাইনম্যানের অধীনে থাকা পেশাদার চাঁদাবাজরা। ব্যবসায়ীরা বলেছেন, ফুটপাতে ব্যবসা করতে ভাড়ার চেয়ে বেশি চাঁদা গুনতে হচ্ছে। টাকা খরচ করার পরও অবৈধ তকমা নিয়ে তাদের ব্যবসা করতে হচ্ছে।

রাজধানী উত্তর বাড্ডা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি অবৈধভাবে ফুটপাত ঘিরে রেখে মানুষ ও যান চলাচলের অনেক বিঘ্নিত ঘটাচ্ছে কিছু নামধারী লাইনম্যান। সুন্দর পরিকল্পিত একটি নগর চায় তাঁরা। অনুসন্ধানে জানা যায় এসব লাইনম্যানদের মধ্যে অন্যতম হচ্ছে আরিফ। এই আরিফ একটি ভয়ংকর লাইনম্যান। তাছাড়া আরিফ একজন ভয়ংকর ঠান্ডা মাথার মানুষ। নিজের আধিপত্যকে জাগান দেওয়ার জন্য প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার সাথে খুবই ভালো সম্পর্ক গড়ে তুলেন লাইনম্যান আরিফ। যখন যেই স্থান তার পছন্দ হয় তখনি সেই স্থান তার করে নেয়। বর্তমানে আরিফের ক্ষমতার দাপটে হাতিরঝিল, রামপুরা,মধ্যে বাড্ডা,উত্তর বাড্ডা সহ নতুন বাজার সিএনজি চালিত লাইন নিজের কব্জায় নিয়ে আসে। বর্তমানে আরিফ নিজেই এই ফুটপাতের লাইনগুলো পরিচালনা করেন। আরো জানা যায় আরিফের পরবর্তীর টার্গেট খিলখেত ফুটপাতের উপর। এই লাইনগুলো পেতে আরিফের পেছনে কাজ করের একাধিক অসাধু পুলিশের সদস্য। যাদের সাথে আরিফের খুবি শক্ত সম্পর্ক রয়েছে বলে জানা যায়। আরিফ লাইনম্যানের ক্ষমতার দাপটে ও নাকি জিম্মি স্থানীয় থানা পুলিশ। যার কারনে পুলিশ নিরবে নিভৃতে দেখে যাচ্ছেন আরিফের কাহিনি। ঠিক কার পাওয়ারে কিসের জোরে বর্তমান লাইনম্যান আরিফ তার ক্ষমতা খাটিয়ে ফুটপাত নিয়ন্ত্রণ করছে তা অনেকে জানার পরে ও মুখ খুলতে পারছেন না! ঠিক কি কারনে মুখ খুলতে চাচ্ছেন না তার একটি প্রশ্ন কিন্তু থেকেই যায় জনগনের মাঝে। আরো অনুসন্ধানে জানা যায়, এই ভয়ংকর আরিফ সাথে খুব স্বচ্ছতা গুলশান জোনের ডিসির বডিগার্ডের, ভাটারা থানার এসি পেট্রোলের ড্রাইভার,ভাটারা থানার অসাধু কিছু পুলিশ কর্মকর্তার,ট্রাফিক উপ-পুলিশ কমিশনার গুলশান জোনের ডিসির বডিগার্ড,বাড্ডা থানার একাধিক কিছু অসাধু পুলিশ কর্মকর্তার,বিট ইনচার্জ সহ আরো অনেকের। এমন সুযোগ কাজে লাগিয়ে শক্তিশালী সমন্বয় গঠন করে ফুটপাতের চাঁদাবাজি করে আসছেন এই লাইনম্যান আরিফ। আরিফ বেশ কিছু দিন আগে মধ্যে বাড্ডা পূর্ব এবং পশ্চিম পাশের দুই প্রান্ত হইতে লিং রোড পর্যন্ত লাইন পরিচালনা করতেন। জানা যায় সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা বাড্ডা থানার অফিসার ইনচার্জ কাইয়ূম চলে যাবার আগেই আরো একটি লাইন সুবাস্তু হইতে এ এম জেড হাসপাতালের নতুন লাইন পেয়েছেন। যেখানে আগের লাইনম্যান ছিলেন মানিক। এই মানিকের লাইন নেওয়ার জন্য আরিফের একান্ত সহযোগী হিসেবে কাজ করেছেন মান্নান নামে একজন অসাধু পুলিশ কর্মকর্তা। আরো জানা যায় আরিফকে লাইন পেয়ে দেবার জন্য সেই অসাধু পুলিশ কর্মকর্তা মান্নান প্রতিনিয় আরিফকে টাকা দিয়ে সহোযোগিতা করে আসছিলো। যার ফলে সুবাস্ত নজরভ্যালি হইতে মধ্য বাড্ডা দুই প্রান্তের পুরো ফুটপাতের নিয়ন্ত্রণে নিয়ে নেয় লাইনম্যান আরিফ। যেখানে কম করে হলে ও ৪০০-৫০০ অস্থায়ী দোকান। স্থানীয় থানার পুলিশ কর্মকর্তাদের মেনেজ করে চালানো হচ্ছে এই ফুটপাতের চাঁদাবাজি। যার প্রমান রয়েছে সাংবাদিকদের হাতে। তাছাড়া নতুনবাজার হইতে গুলশান ২ পর্যন্ত মোট ১০ টি সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে কিছু নিম্ন বিত্ত গাড়ি চালোক। সেই লাইনটিও নিজের কব্জায় নিয়ে নেয় আরিফ। যেখানে ট্রাফিক উপ-পুলিশ কমিশনার গুলশান জোনের ডিসির বডিগার্ডকে দিয়ে লাইনটি পরিচালনা করে বলে জানা যায়। প্রতিমাসে ৬০ হাজার টাকা কন্ট্রাক করে এই লাইনটি পরিচালনা করে আসছে আরিফ। আরিফের এমন জোর-জুলুম কাজে অসহায় হকারা মুখ বুঝে দিনে বিক্রির এক অংশ টাকা লাইনম্যান আরিফের লোকের হাতে বুঝিয়ে দেয়। এসব অসহায় ফুটপাতের দোকানিদের দুঃখ কষ্ট এখন বুঝি দেখার কেউ নেই। তাছাড়া দীর্ঘদিনের দাবি থাকলেও বৈধতা পাচ্ছেন না ফুটপাতের হকাররা। পুনর্বাসনের জন্য স্থায়ীভাবে জায়গা নির্ধারণ করেও দেওয়া ও হচ্ছে না। এই চাঁদাবাজিনির্ভর ব্যবসার দায় কার? এমন প্রশ্নের সুরাহা নেই। ভোরের সময়ের নিজস্ব অনুসন্ধানে উঠে এসেছে বেপরোয়া চাঁদাবাজির সঙ্গে অগ্রিম অর্থ নিয়ে ফুটপাত বিক্রির এমন চাঞ্চল্যকর তথ্য। জানতে চাইলে নাম না বলা একজন হকার ভোরের সময়কে বলেন, চাঁদাবাজির এই দায় সরকারের। কারণ পুলিশ ও সরকারি দলের লোকজন এই চাঁদাবাজিতে জড়িত। এরা সবাই সরকারের অধীনে। তাই কেউ এর দায় না নিলেও তা সরকারকেই নিতে হবে। যদিও দায়বদ্ধতার কাঠামো ভেঙে গেছে। এটা তারই পরিণতি। ফুটপাত অবৈধ দখলের ব্যাপারে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, কাউকে ফুটপাত দখল করতে দেওয়া হবে না। ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতে ফুটপাতের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ চলছে। ফুটপাত সচল রাখা গেলে রাজধানীর যানজটও অনেকটা নিরসন হবে। সরেজমিনে জানা গেছে, রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা বাড্ডা এলাকার বহু স্পটে সারা বছরই ফুটপাত দখল করে ব্যবসা করেন হকাররা। এই ব্যবসার কোনো অনুমোদন নেই। সিটি করপোরেশনের মালিকানাধীন ফুটপাত ও রাস্তায় অবৈধ দোকান সাজানোর জন্য নিত্যদিন চাঁদা দিতে হয় ব্যবসায়ীদের। ঈদ এলে এই অপতৎপরতা বাড়ে কয়েকগুণ। এতে রাজধানী বাড্ডা জুড়ে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। পথ চলতে ভোগান্তির শিকার হন পথচারীরা। বছরের পর বছর ধরে এই প্রবণতা চললেও কারও কোনো মাথাব্যথা নেই। এই ব্যবসা ঘিরে অবৈধ টাকার ছড়াছড়ি থাকায় যাদের ব্যবস্থা নেওয়ার কথা তারাও থাকেন চোখে কালো কাপড় বেঁধে। সংশ্লিষ্টরা জানান, যদি ক্ষুদ্র ব্যবসায়ীদের বৈধভাবে ব্যবসা করার সুযোগ দেওয়া হতো, তাহলে এ টাকা সরকারের রাজস্ব খাতে জমা হতো। সেই ব্যবস্থা না থাকায় সরকার বছরে বিপুল টাকার রাজস্ব হারাচ্ছে। বিপরীতে ভারী হচ্ছে চাঁদাবাজদের পকেট। জানা গেছে, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ দায়িত্ব পালনকালে ওসমানী উদ্যান, মুক্তাঙ্গন, যাত্রাবাড়ী, মতিঝিল, মিরপুর, শাহ আলী, পান্থপথ ও আজিমপুর-এই আটটি এলাকায় হকারদের পুনর্বাসনের প্রস্তাব করা হয়েছিল। পরে তত্ত্বাবধায়ক সরকার আমলে মোট ২০টি এলাকায় হকারদের পুনর্বাসনের প্রস্তাব করা হয়। ওই সব এলাকায় সাপ্তাহিক ছুটির দিনে হকাররা বসতেও শুরু করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ওই পদক্ষেপ কার্যকর হয়নি। বাংলাদেশ হকার্স ফেডারেশনের তথ্য অনুযায়ী নগরীতে ফুটপাতে দোকানের সংখ্যা দুই লাখ ৬০ হাজার। এর মধ্যে মূল রাস্তার ফুটপাতে দোকান আছে ৭৫ হাজারের মতো। এই দোকানদাররা প্রতিদিন ২০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত চাঁদা দিতে বাধ্য হচ্ছে। এ হিসাবে গড়ে ৪০০ টাকা করে দিনে চাঁদার অঙ্ক দাঁড়ায় ১০ কোটি ৪০ লাখ টাকা। চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানার ওসি ইয়াসিন গাজী বলেন, ‘ফুটপাতে চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই। কেউ পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে চাঁদা আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ করলে জড়িতদের নিস্তার নেই। এর আগেও চাঁদাবাজদের গ্রেফতার করে মামলা দেওয়া হয়েছে।’ তাছাড়া লাইনম্যান আরিফের নামে এমন চাঁদাবাজির আরো নিউজ হয়েছে বলে নিশ্চিত করেন সাংবাদিকদের। তিনি আরো বলেন বাড্ডা একটি চাঁদাবাজির স্পট। আমি যখন বাড্ডার অভিভাবক হিসেবে দ্বায়িত্ব নিয়েছি নিশ্চয়ই চেষ্টা করবো চাঁদাবাজির জিরো টলারেন্সে নিয়ে আসতে। তাই সকলের সহযোগিতা কামনা করছি। জানতে চাইলে পুলিশের নামে চাঁদাবাজির বিষয় অস্বীকার করে ঢাকা গুলশান জোনের পুলিশের উপকমিশনার রিফাত রহমান শামিম ভোরের সময়কে বলেন, ‘ফুটপাতে যেন কেউ চাঁদাবাজি করতে না পারে সেজন্য নজরদারি রয়েছে। পুলিশের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ সুনির্দিষ্ট অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে জড়িতদের আইনে আওতায় আনা হবে। হকারদের পুনর্বাসন করে সব ফুটপাত দখলমুক্ত করার পক্ষে মত দেন তিনি। বলেন, ফুটপাত দখলমুক্ত করা গেলে চাঁদাবাজি নিয়ে আর কোনো কথা হবে না।’ বাংলাদেশ হকার্স ফেডারেশনের নেতারা বলেন, চাঁদাবাজদের অত্যাচারে ক্ষুদ্র ব্যবসায়ীরা দিশেহারা। প্রতিদিন সব কটি ফুটপাতের দোকান থেকে শাসক দলের নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাস্তানরা চাঁদা নিচ্ছে। সরকারের শীর্ষ মহলকে অবহিত করার পরও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করে সরকার মাসে কোটি টাকার রাজস্ব আদায় করতে পারত। প্রধানমন্ত্রী পুনর্বাসনের ব্যাপারে আন্তরিক। কিন্তু রহস্যজনক কারণে তা কার্যকর হচ্ছে না।

অনুসন্ধানের প্রথম পর্ব,,,,,,,,,,,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2021
ভাষা পরিবর্তন করুন »