রাজনৈতিক ঐকমত্য ছাড়া নির্বাচন সম্ভব নয়: ড. ইউনূস

স্টাফ রিপোর্টার:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন। রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই জাতীয় নির্বাচন দিয়ে দেওয়া হবে।

সংস্কার ও নির্বাচনের সময়সীমা নিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, সংস্কার যত দ্রুত হবে, নির্বাচনও তত দ্রুত হবে। আর যদি রাজনৈতিক দলগুলো বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব। তবে সংস্কার ও নির্বাচন সম্পূর্ণই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের বিষয়, কারণ দেশের জনগণের প্রত্যক্ষ মতামত নিতে হলে গণভোটের আয়োজন করতে হবে।

অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের মাধ্যমে নির্বাচনের পথ তৈরি করবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা কোনো কিছুই চাপিয়ে দিচ্ছি না। প্রশাসন কেবল প্রক্রিয়াটি সহজ করার জন্য কাজ করছে। আমরা সমান্তরালভাবে দুটো রাস্তায় চলছি। সমান দৃষ্টিভঙ্গি, সমান প্রচেষ্টা দুটোর পেছনেই থাকবে- একটি হলো নির্বাচন, অপরটি সংস্কার।

দ্রুতই নির্বাচন কমিশন ঘোষণা হয়ে যাবে জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, কমিশন তার মতো চলবে। সেটা তো আমার নিয়ন্ত্রণে নেই। সেখানে যা যা দরকার, সেটা হবে। তবে সংস্কার কমিশন প্রতিবেদন জমা না দেয়া পর্যন্ত নির্বাচন কমিশন কাজ শুরু করতে পারবে না। প্রতিবেদন হলেই সেটা কমিশন ব্যবহার করতে পারবে না, (রাজনৈতিক) সমঝোতা হতে হবে।

তবে রাজনৈতিক ঐকমত্য ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে বারবার মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, ডিসেম্বরের শেষ নাগাদ সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে। কিন্তু প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নিতে হলে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হবে। সমঝোতার চেষ্টা চলতে থাকবে, কোনটা তারা চান, কোনটা চান না। সংস্কারের সময়সীমা নির্ভর করবে রাজনৈতিক দলগুলো কত দ্রুত ঐকমত্যে পৌঁছাতে পারবে তার ওপর।

সবা:স:জু-১৪৪/২৪

২১ সদস্য বিশিষ্ট জিয়া সাইবার ফোর্স বনানী থানার আংশিক কমিটি গঠন 

স্টাফ রিপোর্টার:

শনিবার (৮ মার্চ) জিয়া সাইবার ফোর্সের (জেড সি এফ) উত্তরের আহবায়ক মুরাদ হেসেন আকাশ ও সদস্য সচিব দেলোয়ার হোসেন দীপ স্বাক্ষরিত জিয়া সাইবার ফোর্স ( জেড সি এফ) বনানী থানার এ কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত এ কমিটি আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পুর্নাঙ্গ করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। জিয়া সাইবার ফোর্সের এই নবগঠিত কমিটির মূল উদ্দেশ্য দেশপ্রেম, আদর্শ ও সংগঠনের নীতিমালা অনুসরণ করে ডিজিটাল মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা।

২১ সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ চৌধুরী। ৯ সদস্য বিশিষ্ট যুগ্ম আহবায়করা হলেন, রাকিবুল হাসান সাগর, হুমায়ুন কবির, হানিফ হাওলাদার, অনিক হাসান, আসাদ, আবুল হোসেন, স্বপন মিয়া,নাঈম হোসেন নয়ন, মো: শহীদ। ৯ সদস্য বিশিষ্ট সদস্যরা হলেন, শিপুল ইসলাম, কাওসার হোসেন, শাহ আলম, মাজহারুল ইসলাম, শাহিন মিয়া, ফাহিমুল ইসলাম, আবু তাহের, বাইজিদ হোসেন, মনির হোসেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের